• বাংলার বঞ্চনার বিরুদ্ধে জবাব দিতে সঙ্গীতাকেই জয়ী করুন: শশী পাঁজা
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, দিনহাটা: ১৩ নভেম্বর সিতাই বিধানসভা উপ নির্বাচন। এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়। রেকর্ড করতে সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতির উপর ভরসা রেখেছে তৃণমূল। ‘নারী মুখ’কে সামনে রেখেই বাজিমাত করতে চাইছে তারা। বাংলার অধিকারের জন্য একমাত্র লড়বেন সঙ্গীতা, দাবি জোড়াফুলের। 

    একুশের ভোটে হারার পরেই বাংলায় বঞ্চনা বাড়িয়েছে কেন্দ্র সরকার। বাংলার মানুষ এর যোগ্য জবাব বারবার দিচ্ছে। সিতাই উপ নির্বাচনে রেকর্ড স্থাপন করে ফের বিজেপিকে বার্তা দিতে হবে বলে আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। রাজ্যের উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। এরপরেও তৃণমূলকে ভোট না দিলে বেইমানি করা হবে বলে বলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সিতাইতে এদিন দু’টি সভা করে তৃণমূল। রবি-উদয়ন-জগদীশ ত্রয়ী ছাড়াও দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ তৃণমূলের জেলার শীর্ষ নেতারা মিটিংগুলিতে ছিলেন। 

    বঞ্চনার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বরং বাংলার উন্নয়নে কেন্দ্রীয় বরাদ্দের হিসেব দিতে না পারার জন্যই টাকা আটকে রয়েছে বলে দাবি করে তারা। যারা বাংলায় বিরোধী বিধায়কদের সৌজন্য সম্মান জানায় না তাদের মুখে বঞ্চনার অভিযোগ মানায় না বলে দাবি করেন বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। 

    রাজ্যের শিশু ও নারীকল্যাণ প্রতিমন্ত্রী শশী পাঁজা বলেন, ১০০ দিনের কাজের টাকা থেকে বাংলা আবাস যোজনার টাকা। বাংলার উন্নয়নের সমস্ত টাকা আটকে দিয়েছে কেন্দ্র। একুশে নির্বাচনে হারার পরেই বিজেপি নেতৃত্ব কেন্দ্রকে বাংলায় টাকা দিতে নিষেধ করে। তারপর থেকেই আরও বঞ্চনা বাড়িছে দিল্লির সরকার। বাংলার মানুষ প্রতিটি ভোটে তাদের যোগ্য জবাব দিয়েছে। তেইশের পঞ্চায়েত ভোট থেকে চব্বিশের লোকসভা বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এবার আরও সুযোগ এসেছে সিতাইয়ের মানুষের সামনে। তৃণমূলকে রেকর্ড ভোটে জিতিয়ে বাংলার বিরোধীদের যোগ্য জবাব দিতে হবে। বাংলার সম্মানের জন্য লড়াই করা সঙ্গীতা রায়কে বিপুল ভোটে জেতান। সঙ্গীতা জিতলে ইতিহাস তৈরি হবে কোচবিহারের বুকে। তৃণমূলের প্রথম মহিলা প্রতিনিধি হিসেবে বিধানসভায় যাবেন কোচবিহার থেকে সঙ্গীতা। নারী শক্তির জয় হবে সঙ্গীতার বিজয়ে। 

    উদয়ন গুহ বলেন, বাংলার প্রতিটি ঘরে রাজ্যের উন্নয়ন পৌঁছে গিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী থেকে রূপশ্রী একাধিক প্রকল্পের টাকা মহিলারা পাচ্ছেন। তৃণমূলকে ভোট না দিলে বেইমানি হবে। সঙ্গীতা রায় জিতলে উন্নয়নে আরও জোয়ার আসবে সিতাইতে। 

    কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, বিরোধী বিধায়কদের এলাকায় উন্নয়ন করতে বাধা দিচ্ছে রাজ্য সরকার। ন্যূনতম সম্মান দেখানো হয় না বিজেপি বিধায়কদের। তাদের মুখে বঞ্চনার অভিযোগ শোভা পায় না। কেন্দ্রের পাঠানো টাকার হিসেব না দেওয়ার কারণেই আটকে রয়েছে টাকা। ভোট আসতেই এরা বঞ্চনার অভিযোগ তোলে।
  • Link to this news (বর্তমান)