• দলগাঁও স্টেশনের ডলোমাইট সাইডিং স্থানান্তর উপ নির্বাচনের অন্যতম ইস্যু
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: দলগাঁও রেলস্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র সরানো ও বীরপাড়া রেলগেটে ফ্লাইওভার নির্মাণের দাবি দীর্ঘদিনের। ডলোমাইট সাইডিং অন্যত্র সরানোর দাবিতে একটি অরাজনৈতিক সংগঠন জোরদার আন্দোলনে নেমেছে। মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনের প্রচারে জ্বলন্ত ইস্যু হয়ে উঠেছে বীরপাড়া রেলগেটে ফ্লাইওভার নির্মাণ ও দলগাঁও স্টেশন থেকে ডলোমাইট সাইডিং সরানোর দাবি। 

    স্থানীয় দাবিকে মান্যতা দিয়ে বীরপাড়ায় উপ নির্বাচনের তারিখ ঘোষণার আগেই দমকল কেন্দ্র চালু করে রাজ্য সরকার প্রতিশ্রুতি পালন করেছে। দমকল কেন্দ্র চালু হওয়ায় বীরপাড়ার ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ খুশি। কিন্তু ২০১৬ ও ২০২১ পরপর দু’বার বিধানসভা ভোটে জিতেও বিধায়ক মনোজ টিগ্গা দলগাঁও স্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র সরাতে পারেননি বলে তৃণমূলের অভিযোগ। 

    মনোজবাবু এখন এমপি। সঙ্গত কারণেই বিজেপি প্রার্থী রাহুল লোহার নয়, উপ নির্বাচনের প্রচারে এখন এমপি মনোজ টিগ্গার এই ব্যর্থতাকেই তুলে ধরছে জোড়াফুল শিবির। দু’বার বিধায়ক হয়েও মনোজবাবু কেন ডলোমাইট সাইডিং অন্যত্র সরাতে ও ফ্লাইওভার নির্মাণ করতে পারলেন না, তৃণমূল বাড়ি বাড়ি প্রচারে সেই কথাই তুলে ধরছে। অন্যদিকে, মনোজবাবুর পাল্টা অভিযোগ, রাজ্য অসহযোগিতা করাতেই বীরপাড়ায় ফ্লাইওভার ও দলগাঁও স্টেশন থেকে ডলোমাইট সাইডিং সরানো যায়নি। 

    স্থানীয় বাসিন্দা তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার বলেন, বীরপাড়ার মানুষের দাবিকে মান্যতা দিয়ে রাজ্য এখানে দমকল কেন্দ্র চালু করেছে। মনোজবাবু দু’বার বিধায়ক ছিলেন। এখন এমপি। তারপরেও তিনি বীরপাড়ায় ফ্লাইওভার ও দলগাঁও স্টেশন থেকে ডলোমাইট সাইডিং সরাতে পারেননি। আমরা উপ নির্বাচনের প্রচারে মনোজবাবুর এই ব্যর্থতাকেই তুলে ধরছি। 

    রাজ্য সহযোগিতা করছে না মনোজবাবুর এই অভিযোগ নিয়ে পাল্টা তোপ দেগে নকুলবাবু বলেন, পশ্চিমবঙ্গে অন্য জায়গায় ফ্লাইওভার হচ্ছে না? আলিপুরদুয়ার শহরে ফ্লাইওভার হয়নি? এমপি নিজের ব্যর্থতা চাপা দিতেই রাজ্যের ঘাড়ে দোষ দিচ্ছেন। বিজেপির জেলা সভাপতি মনোজবাবু অবশ্য বলেন, ডলোমাইট সাইডিংয়ের জন্য রাজ্যের কাছে বারবার জমি চাওয়া হয়েছে। কিন্তু রাজ্য সাড়া দেয়নি। একইভাবে ফ্লাইওভার নির্মাণ সহ ব্যবসায়ীদের ক্ষতিপূরণের অর্থ পর্যন্ত দিতে রাজি কেন্দ্র সরকার। কিন্তু রাজ্য সহযোগিতা করছে না। তার জন্যই বীরপাড়ায় এই দু’টি কাজ থমকে আছে। আসলে উপ নির্বাচনে তৃণমূলের সামনে কোনও ইস্যু নেই। তাই এই প্রচার।
  • Link to this news (বর্তমান)