সংবাদদাতা দিনহাটা: চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির উত্তরবঙ্গের ক্লাস্টার ইনচার্জ ছিলেন নিখিলরঞ্জন দে। কোচবিহার আসন ছাড়াও বাকি তিনটি আসনে জয়লাভ করেছে বিজেপি। এবারে ফের নিখিলের উপরেই ভরসা রাখল রাজ্যের বিরোধী দল। মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনে জয়ের ধারা বজায় রাখতে নিখিলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আজ, বুধবার থেকে মাদারিহাটে ঘাঁটি গেড়ে ভোট পর্যন্ত থাকবেন নিখিলবাবু। মাদারিহাট উপ নির্বাচনে রণনীতি আর কৌশল প্রয়োগে দলের অন্যতম মুখ হবেন তিনি। কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, মাদারিহাট বিজেপির শক্ত ঘাঁটি। ২০১৪ সাল থেকেই বিজেপি জয়ী হচ্ছে এখানে। এবারেও উপ নির্বাচনে জয় নিশ্চিত। উপ নির্বাচনে দল দায়িত্ব দিয়েছে আমাকে। রাজ্যের নেতৃত্ব সহ স্থানীয় সকলকে নিয়ে এই বিধানসভা উপ নির্বাচনে জয়ী হব আমরা।