বুলবুলচণ্ডীতে বুড়িকালী মাতার পুজোর প্রস্তুতি শুরু
বর্তমান | ২৩ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, হবিবপুর: জেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বুড়িকালী মাতার পুজোর প্রস্তুতি শুরু হল কাঠামোপুজোর মধ্যদিয়ে। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী হাসপাতাল মোড়ে ভক্তরা টাঙ্গন নদী থেকে মঙ্গলঘট ভরে জল নিয়ে আসেন মন্দিরে। বুড়ি কালী মায়ের উচ্চতা প্রায় ২৬ ফুট। সাহা পরিবারের এক বংশধর বহু বছর আগে প্রথম এই পুজো প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশে। পরবর্তীতে স্বর্গীয় ননীগোপাল সাহা ও ভোলানাথ সাহা বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসেন। তারপরে স্বপ্নাদেশ পান বাংলাদেশ থেকে টাঙ্গন নদীর ঘাটে ভেসে এসেছে বুড়ি কালীমার কাঠামো। পরবর্তীতে সাহা পরিবারের সদস্যরা নদীতে গিয়ে দেখেন সেখানে কাঠামো রয়েছে। সেটিকে তুলে এনে বুলবুলচণ্ডী হাসপাতাল সংলগ্ন রাজ্য সড়কের পাশে পুজো শুরু করা হয়। সাহা পরিবারের এক সদস্য অরিন্দম সাহা বলেন, ১৯৪৫ সালে প্রথম পুজো শুরু হয়। বর্তমানে সদস্যরা ছাড়াও স্থানীয় বাসিন্দারা সকলে মিলে এই পুজো আয়োজন করে থাকেন। এবারে চন্দননগরে আলোকসজ্জায় সেজে উঠবে পুজো মণ্ডপ। কালী মাতা খুব জাগ্রত। ভিনরাজ্য সহ দূরদূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে ছুটে আসেন।