ভিনরাজ্যের ইটভাটায় ফের কাজে যাচ্ছেন শীতলকুচি ব্লকের শ্রমিকরা
বর্তমান | ২৩ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, শীতলকুচি: দুর্গাপুজো শেষ, তাই অগ্রিম নেওয়া দাদন মেটাতে ইটভাটার পথে পাড়ি দিতে শুরু করেছেন শীতলকুচির শ্রমিকরা। প্রতিবছর পুজোর আগে ও পরে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের কয়েক হাজার শ্রমিক ভিনরাজ্যের ইটভাটায় কাজে যেতে শুরু করেন। লক্ষ্মীপুজোর পর থেকেই গ্রামের মোড়গুলিতে গাড়ি আসছে শ্রমিকদের ইটভাটায় নিয়ে যেতে। রাতেই পরিবারের সদস্যদের নিয়ে প্রয়োজনীয় সামগ্রী গাড়িতে বোঝাই করে বিহার, অসম কিংবা প্রতিবেশী রাষ্ট্র নেপালের ইটভাটায় যাচ্ছেন শ্রমিকরা। গ্রামে লোকজন কমে যাওয়ায় স্থানীয় বাজারগুলিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে।
অনেক পরিবার শিশুদের সঙ্গে নিয়ে ইটভাটায় চলে যাচ্ছে। ফলে প্রাথমিক স্কুলগুলিরও পড়ুয়া সংখ্যা অনেকটাই হ্রাস পায় এই সময়। শ্রমিকদের একাংশ জানিয়েছেন, গ্রামে সেরকম কাজ না থাকায় তাঁরা ভিনরাজ্যে কাজ করতে যান। আক্ষেপ প্রকাশ করে তাঁরা বলেন, ভোট এলেই রাজ্য বা কেন্দ্রীয় সরকারের আমাদের কথা মনে পড়ে। কিন্তু পরে কেউ খোঁজ রাখে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীতলকুচি, গোলেনাওহাটি, খলিসামারি, গোঁসাইরহাট ও ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে সবচেয়ে বেশি শ্রমিক ইটভাটায় কাজ করতে যান। বিশ্বজিৎ বর্মন নামে এক শ্রমিক বলেন, হাতে কাজ নেই। এখানে থেকে পরিবার চালানো সম্ভব হচ্ছে না। পুজোর আগে ঠিকাদারের কাছ থেকে অগ্রিম নিয়েছিলাম, তা শোধ করতে ইটভাটায় যাচ্ছি। যদিও এই নিয়ে তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপনকুমার গুহ বলেন, প্রত্যেক বছর ব্লক থেকে বহু শ্রমিক ইটভাটায় কাজে যান। ১০০ দিনের কাজ চালু থাকলে ইটভাটায় যাওয়ার প্রবণতা অনেকটাই কমত।