নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, নাগরাকাটা: রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার। কারণ ছাড়াই রোগীকে অন্যত্র রেফার। এমনই অভিযোগ মেটেলির মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে। এই দুই চিকিত্সককে অন্যত্র বদলির দাবিতে মঙ্গলবার বিকেল চারটা নাগাদ চালসায় ব্লক স্বাস্থ আধিকারিককে লিখিতভাবে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুই চিকিত্সকের বিরুদ্ধে তাঁকে অভিযোগও জানানো হয়েছে। যদিও, অভিযুক্ত দুই চিকিত্সকের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা বাবুয়া চক্রবর্তী বলেন, মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালের দুই চিকিৎসক রোগীর পরিজনদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। এনিয়ে গত ১৫ অক্টোবর হাসপাতালে বিক্ষোভ দেখানো হয়েছে। সেদিনই ওই দুই চিকিৎসকের বদলির দাবি জানানো হয় বিএমওএইচের কাছে। কিন্তু সেদিন তিনি মেটেলিতে ছিলেন না। সেকারণে এদিন তাঁকে লিখিতভাবে জানানো হল। এরপর যদি স্বাস্থ্যদপ্তর ওই চিকিৎসকদের এখান থেকে না সরায়, তাহলে আমরা আন্দোলনে নামব।
এদিনের এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ছিলেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, জেলা পরিষদ সদস্য স্নোমিতা কালান্দি সহ অন্যরা। তবে ফের যাতে উত্তেজনা ছড়িয়ে না পড়ে সেজন্য পুলিসি নিরাপত্তার ব্যবস্থা ছিল। মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান বলেন, স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল ন্যয্য। তাই আমরা তাদের সঙ্গে ছিলাম। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগকে বিবেচনা করে দেখা উচিৎ।
এ বিষয়ে মেটেলির ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিন্দম মাইতি বলেন, এদিন দুই চিকিৎসকে স্থানান্তরিত করার বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।