• দেশের মধ্যে কেবল বিষ্ণুপুর-২ ব্লকেই কলেরার টিকাকরণ শুরু
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আজ, মঙ্গলবার থেকে শুরু হল কলেরার টিকাকরণ। দেশের মধ্যে এই প্রথম এবং একমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর-২ ব্লকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম দিন চার হাজার বাসিন্দাকে দেওয়া হয়েছে এই ভ্যাকসিন। এই ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৩০ হাজার বাসিন্দাকে টিকাটি দেওয়া হবে। এটি একটি পাইলট প্রজেক্ট। ভ্যাকসিন গ্রহীতাদের উপর দু’বছর ধরে পর্যবেক্ষণ চালাবে জেলা স্বাস্থ্যবিভাগ। এরপর একটি রিপোর্ট যাবে কেন্দ্রে। প্রকল্পটি সফল হলে আগামী দিনে অন্যান্য জায়গাতেও এই টিকাকরণ কর্মসূচি নেওয়া হবে। 

    দক্ষিণ ২৪ পরগনার সিএমওএইচ মুক্তিসাধন মাইতি বলেন, টিকাকরণ কর্মসূচিতে কোনও বাসিন্দা আপত্তি করেননি। সবটাই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সাতদিন ধরে চলবে এই কর্মসূচি। প্রত্যেক বাসিন্দা দুটি করে ডোজ পাবেন। প্রথমটি নেওয়ার ১৪ দিন বাদে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। 

    বিষ্ণুপুর-২ ব্লককেই বেছে নেওয়া হল কেন? স্বাস্থ্যবিভাগের মতে, এখানকার কয়েকটি গ্রামে আগে কলেরার প্রকোপ দেখা দিয়েছিল। তার উপর এখানে যাতায়াতেরও সুবিধা রয়েছে। এসব বিবেচনা করেই পাইলট প্রজেক্ট এখানে নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)