নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার পুজোয় গোটা রাজ্যে পুজো কমিটিগুলিকে রেকর্ড সংখ্যক অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে দাবি করল বিদ্যুৎ দপ্তর। তারা জানিয়েছে, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার আওতায় সংযোগ দেওয়া হয়েছে ৫০ হাজার ৫৫৬টি। গতবারের তুলনায় সংযোগ বৃদ্ধির হার সাত শতাংশ। কলকাতা ও শহরতলিতে সিইএসসি এলাকায় মোট ৫ হাজার ৩০১টি পুজো কমিটিকে অস্থায়ী সংযোগ দেওয়া হয়েছে। গতবারের তুলনায় বৃদ্ধি দু’শতাংশ। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘শুধু বিপুল সংখ্যক বিদ্যুৎ সংযোগ দেওয়াই নয়, গোটা সিস্টেমের যথাযথ রক্ষণাবেক্ষণ হওয়ায় এবং সঠিক নজরদারির কারণে কোথাও কোনও বিঘ্ন ঘটেনি। সর্বত্র নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। এর পুরো কৃতিত্ব কর্মীদের।’ তাঁর কথায়, ‘২০১১ সালে পুজো কমিটিগুলিকে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের সংখ্যা ছিল ২০ হাজার ৯৭০। এখন সেই সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ৩ হাজার ৩৭৮টি মোবাইল ভ্যান পুজোর দিনগুলিতে সর্বত্র পরিদর্শন করে সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।’