কাল বৈঠকে নয়, ‘ডানা’র জন্য তিন মন্ত্রীকে জেলায় থাকার নির্দেশ
বর্তমান | ২৩ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকে ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাব দক্ষিণবঙ্গে পড়তে শুরু করবে বলে জানিয়েছ আবহাওয়া দপ্তর। ওইদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার নির্ধারিত বৈঠক আছে। পুজোর ছুটির পর মন্ত্রিসভার এটাই প্রথম বৈঠক। মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্নে বলেন, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য কলকাতার বাইরের কয়েকজন মন্ত্রীকে ওইদিন জেলায় থাকতে হবে। কারণ ওই মন্ত্রীদের এলাকায় দুর্যোগ ঘটার আশঙ্কা আছে। তাই সেচমন্ত্রী মানস ভুঁইয়া, সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা এবং বনমন্ত্রী বীরবাহা হাঁসদাকে নিজ নিজ জেলায় থাকতে বলা হয়েছে। দূরের জেলার মন্ত্রীদের ওইদিন মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকার জন্য বিশেষ জোর দেওয়া হচ্ছে না বলেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা ও সংলগ্ন এলাকার মন্ত্রীদের নিয়ে ওইদিন মন্ত্রিসভার বৈঠক করতে চাইছেন মুখ্যমন্ত্রী।