পটাশপুরে বধূমৃত্যু: সিবিআই এবং ফের ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে পরিবার
বর্তমান | ২৩ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পটাশপুরে মহিলার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত এবং মৃতদেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল মৃতার পরিবার। মঙ্গলবার বিচারপতি কৌশিক চন্দের পূজাবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হয়েছে তারা। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ওই গৃহবধূকে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠেছিল এক প্রতিবেশীর বিরুদ্ধে। ওই মহিলার উপর অভিযুক্ত প্রতিবেশী যুবকের দীর্ঘদিন ধরেই কুনজর ছিল বলে দাবি বাসিন্দাদের। এমনকী, অভিযুক্তের সঙ্গে তারই এক ভাইয়ের স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলেও জানাচ্ছেন বাসিন্দারা। তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলার কারণেই এই গৃহবধূর ওই পরিণতি হয় বলেও দাবি করছেন তাঁরা। নির্যাতিতার স্বামী বাড়িতে না-থাকার সুযোগে তাঁর ঘরে ঢুকে মহিলাকে নিগ্রহের চেষ্টা করে অভিযুক্ত। তাকে বাধা দেওয়ায় ওই বধূকে মারধর করে কীটনাশক খাইয়ে খুন করা হয় বলে অভিযোগ।