• কার্বন ব্ল্যাক শিল্পক্ষেত্রে গুরুত্ব
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এরাজ্যে কার্বন ব্ল্যাক শিল্পের প্রভূত সম্ভাবনা রয়েছে। যারা এই শিল্পক্ষেত্রে বিনিয়োগ করতে চান, তাঁদের সবরকমের সহায়তা দেবে রাজ্য সরকার। মঙ্গলবার শহরে এশিয়া প্যাসিফিক কার্বন ব্ল্যাক কনফারেন্সে এমনটাই জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি বলেন, বৈদ্যুতিক গাড়ির চাহিদা যেভাবে বাড়ছে এবং ব্যাটারি উৎপাদনের উপর জোর দেওয়া হচ্ছে, তাতে কাঁচামাল হিসেবে ব্ল্যাক কার্বনের চাহিদা বাড়বে।আগামী কয়েক বছরে এই শিল্পক্ষেত্রে চাহিদা বৃদ্ধির হার ৪.৮ শতাংশ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। মনোজ পন্থ বলেন, রাজ্য সরকার যেমন শিল্পের জন্য পরিকাঠামোয় জোর দিচ্ছে, তেমনই প্রশাসনিক জটিলতা কমাতে ও সুষ্ঠু নীতি নির্ধারণে সচেষ্ট হয়েছে। তাঁর দাবি, পরিবেশ রক্ষায় কার্বন ব্ল্যাক শিল্পকে আরও পরিবেশ বান্ধব করতে হবে। সব শিল্পের ক্ষেত্রেই শিল্প-উপাদানকে পুনর্ব্যবহারে জোর দিতে হবে।
  • Link to this news (বর্তমান)