• ‘ডানা’র প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা, উলুবেড়িয়ার জগদীশপুরে উদ্বেগ বাড়ছে নদীপাড়ের বাসিন্দাদের
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’। এর প্রভাবে বুধবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সেই থেকে ফের আতঙ্কে ভুগতে শুরু করেছেন উলুবেড়িয়া পুরসভার ২৪ নং ওয়ার্ডের জগদীশপুর বাঁশতলার নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। বৃষ্টির জেরে ভাঙনপ্রবণ এই এলাকায় নদীবাঁধের অবস্থা আরও খারাপ হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। তবে সেচদপ্তরের আধিকারিকদের বক্তব্য, বৃষ্টি হলেও আতঙ্কের কোনও কারণ নেই।

    বছরখানেক আগে শ্যামপুরের বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুরের পাশাপাশি উলুবেড়িয়া পুরসভার জগদীশপুর বাঁশতলায় হুগলি নদীর পশ্চিম পাড়ে ব্যাপক ভাঙন হয়েছিল। প্রথমে ৫০ মিটার নদীর পাড় ভাঙে। তারপর আরও ৭০ মিটার। সেচদপ্তরের তরফে পক্ষ থেকে ইট, বালির বস্তা, বাঁশের খাঁচা, লোহা ও নাইলন জাল এবং বিশেষ ধরনের প্লাস্টিকের আস্তরণ দিয়ে ভাঙন রোধের চেষ্টা করা হয়। কিন্তু তাতেও খুব একটা কাজ হচ্ছে না। এই অবস্থায় নতুন করে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের। উলুবেড়িয়া সিজবেড়িয়ার সেচ বিভাগের আধিকারিক জানান, ইতিমধ্যে সমস্ত নদীবাঁধ এলাকা তাঁরা পরিদর্শন করেছেন। সর্তকতামূলক ব্যবস্থা থাকলেও ভয়ের কোনও কারণ নেই। এখন মরা কোটাল থাকায় নদীর জলস্তর অনেকটা নীচে রয়েছে। সেই সঙ্গে বাঁধ মেরামতকারী সংস্থাগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  
  • Link to this news (বর্তমান)