• দু’টি তিল কাছিম, একটি কেউটে উদ্ধার
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: দু’টি তিল কাছিম ও একটি কেউটে সাপ উদ্ধার করে ছেড়ে দেওয়া হল মুক্ত পরিবেশে। মঙ্গলবার বাগনান ১ নম্বর ব্লকের বাকসিহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ষষ্ঠ শ্রেণির ছাত্র শেখ মহম্মদ প্রাইভেট টিউশনি সেরে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে ঝুপড়ির মধ্যে একটি তিল কাছিম দেখতে পান। ওই খুদে পড়ুয়া তিল কাছিমটি উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। পরে বন্যপ্রাণ উদ্ধারকারী সন্দীপ মণ্ডল তিল কাছিমটিকে জলাশয়ে ছেড়ে দেন। অন্যদিকে, ওই গ্রাম পঞ্চায়েত এলাকার ভোলসার গ্রামের বাসিন্দা শেখ সামসুল রহমান রাস্তা থেকে প্রায় এক কিলোগ্রাম ওজনের একটি তিল কাছিম উদ্ধার করেন। পরে বাগনান থানার সিভিক ভলান্টিয়ার শেখ সাবির আলি ও শিক্ষক ভাস্কর ভট্টাচার্য সেটিকে জলাশয়ে ছেড়ে দেন। ওই পঞ্চায়েতের দেউল গ্রামের বাসিন্দা বিজয় বিশ্বাস জলের পাইপ লাইনের কাজ করার সময় একটি বিষধর কেউটে সাপ দেখতে পান। খবর পেয়ে বন্যপ্রাণ উদ্ধারকারী সোমনাথ ঢালি এবং ছোট্টু মণ্ডল ঘটনাস্থলে পৌঁছে কেউটে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)