সংবাদদাতা, উলুবেড়িয়া : মায়ের শরীর খারাপ। সেই কারণে টাকা দরকার। ফেসবুকে এই কথা লিখে নিজের অ্যামপ্লিফায়ার বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন এক ব্যক্তি। তা দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রতারিত হলেন অপর এক ব্যক্তি। খোয়ালেন ৩০ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে গত রবিবার উলুবেড়িয়ায়।
ইতিমধ্যে প্রতারিত ব্যক্তি সাইবার ক্রাইমের দারস্থ হয়েছেন। জানা গিয়েছে, রাজাপুর থানার জোয়ারগড়ির বাসিন্দা শ্রীমন্ত বোধক সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি বিজ্ঞাপন দেখে মাইক সেটের দু’টি অ্যামপ্লিফায়ার কেনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করেন। দুটি অ্যামপ্লিফায়ারের দাম ৫০ হাজার টাকা ঠিক হয়। শ্রীমন্ত বোধক জানান, ওই ব্যক্তি তাঁকে উলুবেড়িয়া ফেরিঘাটে একটি গোডাউনে আসতে বলেন। সেই মতো শ্রীমন্ত সেখানে যাচ্ছিলেন। তার মধ্যেই ওই ব্যক্তি ফোন করে জানান, তাঁর মা খুবই অসুস্থ। হাসপাতালে ভর্তি করতে হবে। এখনই ৩০ হাজার টাকা প্রয়োজন। তাঁর ফোন পে তে ৩০ হাজার টাকা পাঠিয়ে দেওয়ার অনুরোধ করেন। শ্রীমন্ত সেইমতো ওই ব্যক্তির ফোন পে তে ৩০ হাজার টাকা পাঠান। তারপর ফেরিঘাটে এসে কাউকে দেখতে পাননি। খুঁজে পাননি কোনও গোডাউন। কিছুক্ষণ অপেক্ষা করার পর শ্রীমন্ত ফোন করে দেখেন, ওই ব্যক্তির মোবাইল বন্ধ। শুধু তাই নয়, টাকা পাঠানোর কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তি ফোন থেকে বিজ্ঞাপন মুছে ফেলেন। তিনি জানান, বিষয়টি নিয়ে আমি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি। তবে শুধু তিনি একা নন তাঁর মতো একাধিক ব্যক্তি ওই ব্যক্তির দ্বারা প্রতারিত হয়েছেন বলে দাবি শ্রীমন্তর। পুলিস ঘটনার তদন্ত শুরু করছে।