নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যেমন কথা, তেমন কাজ। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই স্টেট লেভেল টাস্ক ফোর্স গঠনের নির্দেশনামা জারি করে আন্দোলনকারীদের দাবিকে মর্যাদা দিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ১১ জনের এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকছেন মুখ্যসচিব মনোজ পন্থ। এছাড়া থাকছেন স্বরাস্ট্রসচিব, রাজ্য পুলিসের ডিজি, স্বাস্থ্যসচিব, কলকাতার পুলিস কমিশনার, রাজ্যস্তরের গ্রিভান্স রিড্রেসাল কমিটির একজন সদস্য। সেই সঙ্গে সোমবারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী টাস্ক ফোর্সের সদস্য হবেন ২ জন জুনিয়র রেসিডেন্ট, ২ জন সিনিয়র রেসিডেন্ট এবং মহিলা পড়ুয়াদের একজন প্রতিনিধি।
কী কাজ হবে এই টাস্ক ফোর্সের? হাসপাতালের অন ডিউটি রুম, বাথরুম, পানীয় জলের জায়গার সুব্যবস্থা, সিসিটিভি লাগানো সহ পরিকাঠামো উন্নয়নের কাজগুলি দ্রুত রূপায়ণে সাহায্য করা। পুলিস, নিরাপত্তারক্ষী, মোবাইল পুলিস সার্ভেইলেন্স টিম নিয়োগে নজর রাখবে তারা। সেন্ট্রাল হেল্পলাইন এবং প্যানিক বাটন সিস্টেম চালু হল কি না, সেন্ট্রালাইজড রেফারেল সিস্টেম এবং কোন হাসপাতাল কত বেড খালি, সিকিউরিটি অডিট কমিটি, ইন্টারনাল কমপ্লেন কমিটিক কাজকর্মেও নজর রাখবে তারা।