বাড়িতে পবিত্র অস্ত্র রাখুন। আত্মরক্ষায় তা ব্যবহার করুন। পশ্চিমবঙ্গ লাগোয়া বিহারের কিশানগঞ্জে এসে এমনই নিদান দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। মঙ্গলবার কিশানগঞ্জে হিন্দু স্বাভিমান যাত্রায় অংশগ্রহণ করে একথা বলেন তিনি। গিরিরাজ সিংয়ের দাবি, বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হয়ে পড়ছেন হিন্দুরা।
এদিন হিন্দু স্বাভিমান যাত্রা চলাকালীন গাড়ির ওপরে দাঁড়িয়ে বিশাল একটি ত্রিশূল দেখিয়ে গিরিরাজ সিং বলেন, ‘আমি মহাদেবের এই ত্রিশূল নিয়ে বেরিয়েছি। আমি বাড়িতে এর পূজাও করি। কেউ আমাদের ওপর হামলা করলে মহাদেবের ত্রিশূল আমাদের রক্ষা করবে। তাই সবাইকে বলব, নিজেদের ঘরে কোনও একটা অস্ত্রের পূজা করুন। আমাদের দেবী দেবতাদের হাতে অস্ত্রশস্ত্র রয়েছে। আপনারা অস্ত্র রাখছেন না বলেই লোকে ভয় দেখানোর সাহস পাচ্ছে। যেদিন অস্ত্র রাখা শুরু করবেন সেদিন থেকে ভয় দেখানো বন্ধ করে দেবে।’
এর পর এক সভায় গিরিরাজ সিং বলেন, ‘বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য বহু জায়গায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়ছে। হিন্দু মেয়েরা লভ জিহাদের শিকার হচ্ছে। হিন্দু মহিলাদের সঙ্গে অসভ্যতা হচ্ছে। মন্দির ভেঙে দিচ্ছে, যার ফলে হিন্দুরা পূজা করতে পারছে না। আর পুলিশ এদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে না।’
তিনি বলেন, ‘হিন্দুদের রক্ষা পেতে গেলে একজোট থাকতে হবে। তবেই রক্ষা পাবে তারা।’
গিরিরাজ সিংয়ের হিন্দু স্বাভিমান যাত্রার সঙ্গে দলের কোনও যোগ নেই বলে আগেই জানিয়ে দিয়েছে বিহার বিজেপি। তবে তাতে থামতে রাজি নন বেগুসরায়ের সাংসদ।