আবারও মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। তার জেরে অফিস টাইমে ব্যাহত হল মেট্রো পরিষেবা। বুধবার সকালে চাঁদনি চক মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটেছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, এদিন সকাল ১০টা ৫৪ মিনিটে চাঁদনি চক মেট্রো স্টেশন থেকে আত্মহত্যার চেষ্টার খবর আসে। আপাতত কবি সুভাষ থেকে ময়দান এবং দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে। কৌশিক মিত্র বলেন, 'পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও জানিয়ে দেওয়া হবে।'এই ঘটনার পরই একাধিক স্টেশনে মেট্রো দাঁড়িয়ে পড়ে। বিপাকে পড়েন যাত্রীরা। যদিও যাত্রীদের বক্তব্য, ট্রেন দাঁড়িয়ে পড়ার পরই একাধিকবার ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে সমস্যার কথা।
মেট্রোয় আত্মহত্যার চেষ্টা নতুন নয়। প্রায়শই এই খবর সামনে আসে। গত সপ্তাহেই এক ব্যক্তি কালীঘাট স্টেশনের ডাউন লাইনে আচমকাই ঝাঁপ দেয়। একেবারে ট্রেন ঢোকার আগের মুহূর্তে ঝাঁপ দেন তিনি। সঙ্গে সঙ্গে মেট্রো দাঁড়িয়ে গেলেও স্টেশনে তুমুল হইচই শুরু হয়।
বুধবারও সেই ছবির পুনরাবৃত্তি। চাঁদনি চক মেট্রো স্টেশনের এই ঘটনার পর হইচই শুরু হয়ে যায়। ছুটে আসে আরপিএফ ও রেলের কর্মীরা। পরিষেবার সমস্যার কারণে অনেকেই পাতালপথ থেকে বেরিয়ে বাস, ট্যাক্সি ধরে গন্তব্যস্থলের পথে রওনা হন।