আবহাওয়া বেশি খারাপ হলে যাত্রী-সুরক্ষার স্বার্থে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশও দেওয়া হতে পারে। বিভিন্ন উড়ান সংস্থা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে উড়ান বাতিল অথবা বিলম্বিত করার সিদ্ধান্ত নিতে পারে বলে সূত্রের খবর। যাত্রীদের সে ক্ষেত্রে সংশ্লিষ্ট উড়ান সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতে হবে।
ঝড়ে বিমানবন্দরে কোনও কিছু উড়ে এসে পড়ে যাতে রানওয়ের ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে রানওয়ের কাছাকাছি এলাকা সম্পূর্ণ খালি রাখতে বলা হয়েছে। ঝড়ের সময়ে পার্কিং বে-তে রাখা বিমানের ক্ষতি এড়াতে যাত্রীদের মালপত্র বহনের জন্য রাখা ট্রলি সরিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে গড়িয়ে যাওয়া ট্রলির ধাক্কায় কোনও ভাবে বিমানের কোনও অংশ ক্ষতিগ্রস্ত না হয়। প্রয়োজনে ওই সব ট্রলির চাকা বেঁধে রাখা হতে পারে। পার্কিং বে ছাড়াও বিভিন্ন অ্যাপ্রনে পাশাপাশি দাঁড়িয়ে থাকা বিমান যাতে একটি অন্যটির সঙ্গে কোনও ভাবে ধাক্কা না খায়, তা নিশ্চিত করতে চাকায় একাধিক ব্লক লাগানো ছাড়াও তা বেঁধে রাখা হতে পারে। ঝড়-বৃষ্টির কারণে বিমানবন্দরের রানওয়ে-সহ অন্যত্র জল জমলে তা যাতে দ্রুত বার করে দেওয়া যায়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। আগামী দু’-এক দিন আবহাওয়ার গতিপ্রকৃতির দিকে বিশেষ ভাবে লক্ষ রাখা হবে বলেও বিমানবন্দর সূত্রের খবর।