নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে ফের দাপিয়ে বেড়াচ্ছে নম্বরহীন টোটো। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে যানজট। টোটোর দাপটে সকাল-বিকেল জলপাইগুড়ির দিনবাজার এলাকায় নাজেহাল স্থানীয় মানুষ। সন্ধ্যার পর একই অবস্থা হচ্ছে শহরের প্রাণকেন্দ্র কদমতলাতেও। রাস্তার উপরেই দাঁড় করিয়ে রাখা হচ্ছে কয়েকশো বাইক। তার উপর টোটোর ভিড়। দুর্ভোগে পড়েছেন পথচারীরা।
জলপাইগুড়ির পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, “আমরা টোটো নিয়ে ধরপাকড় শুরু করেছিলাম। শহরে টোটোর সংখ্যা সীমিত রাখতে আমরাই পুরসভাকে বলি রেজিস্ট্রেশন চালু করার জন্য। কিন্তু পুরসভার পক্ষ থেকে তো আমাদের জানাতে হবে যে কত টোটোর রেজিস্ট্রেশন হয়েছে। কত টোটোকে নম্বর দেওয়া হয়েছে। সেই মতো আমরা ব্যবস্থা নেব। কিন্তু পুরসভার তরফ থেকে আমাদের এখনও কিছুই জানানো হয়নি।” পাশাপাশি, কদমতলা, দিনবাজার এলাকায় রাস্তার উপর বাইক পার্কিং নিয়ে তিনি বলেন, “কোন এলাকা পার্কিং জোন আর কোন এলাকা নো-পার্কিং জোন, সেটা পুরসভাকেই চিহ্নিত করতে হবে। সেই মতো পুলিস পদক্ষেপ নেবে।”
জলপাইগুড়ির পুরপ্রধান পাপিয়া পাল বলেন, “শহরে রেজিস্ট্রেশন বিহীন অনেক টোটোই চলছে। বাইরের এলাকা থেকেও শহরে টোটো ঢুকছে। পুজোর জন্য নিয়ম একটু শিথিল করা হয়। কালীপুজোর পর থেকে আবারও টোটো নিয়ে কড়া পদক্ষেপ নেব আমরা।”