• চাঁদনি চক স্টেশনে সন্তানের সামনে মেট্রোর সামনে ঝাঁপ দিল মা
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার সকাল ১০টা ৫৪ মিনিট নাগাদ চাঁদনি চক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। তার জেরে ব্যস্ত সময়ে ব্যাহত হল মেট্রো পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, ঘটনার পরই কবি সুভাষ থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত চলছিল মেট্রো পরিষেবা। পরে অবশ্য মেট্রো কর্মীদের তৎপরতায় পরিষেবা স্বাভাবিক হয়। সূত্রের খবর, ওই মহিলা তাঁর সন্তানকে নিয়ে চাঁদনি চক মেট্রো স্টেশনে ঢোকেন। সম্ভবত পার্ক স্ট্রিট চত্বর থেকে সন্তানকে স্কুল থেকে নিয়ে ফিরছিলেন তিনি। তারপরই সন্তানের সামনে হঠাৎই তিনি একটি মেট্রোর সামনে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে ওই অংশে মেট্রো পরিষেবা বন্ধ করে দিয়ে শুরু হয় উদ্ধারকাজ। মা-কে মেট্রো সামনে মরণঝাঁপ দিতে দেখে কান্নাকাটি করতে থাকে ওই মহিলার বছর সাতেকের মেয়ে। তাকে স্টেশনমাস্টারের ঘরে নিয়ে যাওয়া হয়। মহিলার স্বামী ও আত্মীয়-পরিজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তবে ওই মহিলা মারা গিয়েছেন কী না সেই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল ব্যাহত হয়। এই ঘটনার পরই একাধিক স্টেশনে মেট্রো দাঁড়িয়ে পড়ে। বিপাকে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ছুটে আসে আরপিএফ এবং রেলের আধিকারিকরা। পরিষেবার সমস্যার কারণে অনেক যাত্রীই মেট্রো থেকে বেরিয়ে বাস, ট্যাক্সি ধরে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
  • Link to this news (বর্তমান)