তাই এবার ভাল করে ও শক্তপোক্ত ভাবে নদী বাঁধ মেরামতের দাবিতে গ্রামের মহিলারাও এবার পথে নেমে বিক্ষোভ দেখান। গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অবিলম্বে কংক্রিটের বাঁধ নির্মাণ করার দাবি নিয়ে গ্রামবাসীরা এক যোগে লিখিতভাবে অভিযোগ জমা দেন ও গণ ডেপুটেশন দেন। ঘটনা খানাকুল ১ নম্বর ব্লকের কিশোরপুর দু''নম্বর গ্রাম পঞ্চায়েতের। উল্লেখ্য, এ বছর কিশোরপুর দু''নম্বর গ্রাম পঞ্চায়েতের তালিত এলাকায় দ্বারকেশ্বর নদের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ভেঙে যায় একাধিক বড় বড় পাকার বাড়ি ঘর। নিঃস্ব হয়ে যান একাধিক পরিবার।
সেই কারণে গ্রামবাসীদের সাথে মহিলারাও এবার পথে নেমে কিশোরপুর দু''নম্বর গ্রাম পঞ্চায়েতে গণ ডেপুটেশন দেন। গ্রামবাসীদের অভিযোগ, নদী বাঁধ ভাল না বাঁধার কারণে প্রতিবছরই বাঁধ ভেঙে যাচ্ছে। তাই অবিলম্বে ভাল করে বাঁধ মেরামত করতে হবে। না হলে তাঁরা বাঁধের মেরামতের কাজ করতে দেবেন না। আগে তাদের জানাতে হবে ও তাদের প্ল্যান ও কিভাবে বাঁধ তৈরি করা হবে সেই পরিকল্পনা তাদের দেখাতে হবে। তবেই তারা বাঁধ তৈরি করতে দেবেন। না হলে তারা বাধা হয়েই দাঁড়াবেন। বাঁধ তৈরি করতে দেবেন না।