বুধবার বিকেল থেকেই ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে় ঘূর্ণিঝড় ‘ডানা’। সেই কথা মাথায় রেখে সময় থাকতেই ‘লাল সতর্কতা’ জারি করা হতে পারে। পাশাপাশি যাবতীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।ইতিমধ্যেই, স্টেক হোল্ডারদের সে কথা জানিয়েও দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
অতীতের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েই এবার ডানা মোকাবিলায় কীভাবে বিমান গুলিকে সুরক্ষিত রাখা যাবে, তা নিয়ে আলোচনা হয়। প্রয়োজনে বিমানগুলিকে বেঁধে রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে। এমনকী ট্রলি থেকে শুরু করে সমস্ত কিছু বেঁধে রেখে নির্দিষ্ট জায়গায় রাখার পরিকল্পনাও নেওয়া হতে পারে। বিমানবন্দরের টার্মিনালে ঢোকা এবং বেরোনোর গেটে বালির বস্তা দিয়ে ঝড় মোকাবিলা করারও চিন্তাভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।