শিয়ালদহ থেকে কোন শাখায় ক'টায় শেষ ট্রেন, রইল তালিকা
এই সময় | ২৩ অক্টোবর ২০২৪
ঘূর্ণিঝড়ের মোকাবিলায় এর আগেও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। তবে ঘূর্ণিঝড় 'দানা'-র মোকাবিলায় এবার টানা ১৪ ঘণ্টা লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার পর শিয়ালদহ স্টেশন থেকে কোনও লোকাল ট্রেন ছাড়বে না। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কোনও লোকাল ট্রেন চলবে না শিয়ালদহ ডিভিশনে। হাসনাবাদ, নামখানা থেকে সন্ধ্যা ৭টার পর শিয়ালদহের দিকে কোনও ট্রেনও আসবে না।বৃহস্পতিবার শিয়ালদহ থেকে নামখানায় শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। নামখানা থেকে শিয়ালদহগামী শেষ ট্রেন ছাড়বে বিকাল ৫টা ৩৫ মিনিটে। যথাক্রমে ট্রেন দু'টি পৌঁছবে রাত ৯টা ৩৮ মিনিট ও রাত ৮টা ১৭ মিনিটে।
দেখুন তালিকা
শিয়ালদহ থেকে হাসনাবাদগামী শেষ ট্রেন ছাড়বে সন্ধে সাড়ে ৭টায়। হাসনাবাদ-শিয়ালদহ শেষ ট্রেন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট। শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শেষ ট্রেন সন্ধে ৭টা ৩৬। লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদহের লাস্ট ট্রেন সন্ধ্যা ৬টা ৪০। শিয়ালদহ-ডায়মন্ড হারবারগামী শেষ ট্রেন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট, ডায়মন্ড হারবার থেকে শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৩২-এ। ক্যানিংয়ে যাওয়ার শিয়ালদহ থেকে শেষ ট্রেন সন্ধ্যা ৭টা ৩০। ক্যানিং থেকে শিয়ালদহের শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৪৫-এ।
শিয়ালদহ-ক্যানিং শাখায় ১৩টি আপ ও ১১টি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। সোনারপুর-ক্যানিং শাখায় ৩টি আপ ও ৪টি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখায় বাতিল হয়েছে ১৫টি আপ ও ১০টি ডাউন ট্রেন। শিয়ালদহ-বজবজ শাখায় ১৫টি আপ ও ১৪টি ডাউন, শিয়ালদহ-সোনারপুর শাখায় ৪টি আপ ও ৭টি ডাউন, শিয়ালদহ-বারুইপুর শাখায় ৭টি আপ ৯টি ডাউন, শিয়ালদহ-নৈহাটি শাখায় ২টি ডাউন, শিয়ালদহ-ডায়মন্ড হারবারে ১৫টি আপ ও ডাউন-সহ মোট ১৯০টি ট্রেন বাতিল হয়েছে।