• শুধু দক্ষিণ শাখা নয়, রাত থেকেই বন্ধ পুরো শিয়ালদার লোকাল ট্রেন, ঘোষণা CPRO-র
    হিন্দুস্তান টাইমস | ২৩ অক্টোবর ২০২৪
  • শুধু দক্ষিণ শাখা নয়, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শিয়ালদা স্টেশন থেকে বৃহস্পতিবার রাতে কোনও লোকাল ট্রেনই ছাড়বে না। রাত আটটা বাজলেই আর কোনও লোকাল ট্রেন ছাড়বে না শিয়ালদা স্টেশন থেকে। অপর প্রান্তের শেষ স্টেশন থেকে শিয়ালদাগামী ট্রেন ছাড়বে সন্ধ্যা সাতটা পর্যন্ত। তারপর যে ট্রেনের যেমন সময় গন্তব্য পৌঁছানোর কথা, সেরকম সময়েই পৌঁছাবে। কিন্তু নতুন করে কোনও লোকাল ট্রেন ছাড়বে না। এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার এবং শুক্রবার মিলিয়ে মোট ১৪ ঘণ্টা শিয়ালদা বা কোনও প্রান্তিক স্টেশন থেকে শিয়ালদাগামী কোনও লোকাল ট্রেন ছাড়বে না। শিয়ালদা থেকে কোনও লোকাল ট্রেন ছাড়বে না শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত। আর অপরপ্রান্তের শেষ স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হবে শুক্রবার সকাল ৯ টা থেকে। 

    বুধবার সকালে একটি ভিডিয়োবার্তায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ‘সাইক্লোন দানার কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ের শিয়ালদা ডিভিশন একটি সিদ্ধান্ত নিয়েছে যে ২৪ অক্টোবর রাত আটটার পরে কোনও লোকাল ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যাবে না। হাসনাবাদ, নামখানা বা ওই শাখা থেকে কোনও ট্রেন সন্ধ্যা সাতটার পরে ছেড়ে শিয়ালদার উদ্দেশে আসবে না।’

    সেটার কারণ ব্যাখ্যা করে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, যখন ঘূর্ণিঝড় ‘দানা’-র ল্যান্ডফল হবে, তখন যাতে ট্র্যাকে কোনও ট্রেন না থাকে, সেটা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদা এবং বিভিন্ন প্রান্তিক স্টেশন থেকে যে যে লোকাল ট্রেন ছাড়বে, সেগুলি মোটামুটি রাত ৯ টা থেকে ৯ টা ৩০ মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছে যাবে। আর ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার কথা আছে রাত ১০ টা ৩০ মিনিটের পরে। ফলে ঝড়-ঝঞ্ঝার সময় ট্রেনের মধ্যে যাত্রীদের আটকে থাকতে হবে না। ঝুঁকির মধ্যে পড়তে হবে না যাত্রীদের।

    সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকাল মিলিয়ে শিয়ালদা শাখায় বাতিল ট্রেনের সংখ্যাটা ১৬০ ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। আপাতত বাতিল ট্রেনের কোনও তালিকা প্রকাশ করা হয়নি পূর্ব রেলের তরফে। কিন্তু নিজেদের প্রত্যেকের লাইনের ট্রেনের টাইমটেবিল দেখলেই স্পষ্ট বোঝা যাবে যে কোন কোন ট্রেন বাতিল থাকছে।

    যেমন - শিয়ালদা থেকে রাত ৮ টা ৩৫ মিনিটে বজবজ লোকাল ছাড়ে। বৃহস্পতিবার সেটা ছাড়বে না। আবার বজবজ থেকে সকাল ৮ টা ২৩ টা মিনিটে শিয়ালদা লোকাল ছেড়ে থাকে। সেটা শুক্রবার সকালে ছাড়বে না।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)