• বৃহস্পতিতে শিয়ালদার কোন লাইনের শেষ ট্রেন কখন ছাড়বে? রইল টাইমটেবিল, ভয় ঘূর্ণিঝড়
    হিন্দুস্তান টাইমস | ২৩ অক্টোবর ২০২৪
  • ঘূর্ণিঝড় ‘দানা’-র ল্যান্ডফল ওড়িশায় হলেও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে। বিশেষত যত উপকূলের দিকে যাওয়া যাবে, তত বৃষ্টি ও ঝড়ের দাপট বাড়বে। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার মিলিয়ে শিয়ালদা শাখায় মোট ১৯০টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। রাতের দিকে শিয়ালদা দক্ষিণ শাখা এবং শিয়ালদা-হাসনবাদ শাখার যে ট্রেনগুলি আছে, সেগুলি চলবে না। শুক্রবার সকালেরও একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সবমিলিয়ে বৃহস্পতিবার রাত ৮ টা থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদায় লোকাল ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে।

    পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মোটামুটি রাত ৮ টা থেকে শিয়ালদার দক্ষিণ শাখার কোনও ট্রেন ছাড়বে না । একই নিয়ম পদক্ষেপ করা হয়েছে শিয়ালদা-হাসনবাদ শাখার ক্ষেত্রেও। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার ওই শাখাগুলির শেষ ট্রেন শিয়ালদা ও অপর প্রান্তের প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে, সেটার পুরো টাইমটেবিল দেখে নিন।

    ১) শিয়ালদা-নামখানা লোকাল: সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে।

    ২) নামখানা-শিয়ালদা লোকাল: বিকেল ৫ টা ৩৫ মিনিটে নামখানা থেকে ছাড়বে।

    ৩) শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল: সন্ধ্যা ৭ টা ৩৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে।

    ৪) লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল: সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে।

    ৫) শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল: সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে।

    ৬) ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল: সন্ধ্যা ৬ টা ৩২ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছাড়বে।

    ৭) শিয়ালদা-ক্যানিং লোকাল: সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে।

    ৮) ক্যানিং-শিয়ালদা লোকাল: সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে ক্যানিং থেকে ছাড়বে।

    ৯) শিয়ালদা-বারুইপুর লোকাল: রাত ৮ টায় শিয়ালদা থেকে ছাড়বে।

    ১০) বারুইপুর-শিয়ালদা লোকাল: রাত ৮ টা ২৫ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে।

    ১১) শিয়ালদা-বজবজ লোকাল: রাত ৮ টায় বালিগঞ্জ থেকে ছাড়বে ।

    ১২) বজবজ-শিয়ালদা লোকাল: রাত ৮ টা ৫৩ মিনিটে বজবজ থেকে ছাড়বে।

    ১৩) শিয়ালদা-সোনারপুর লোকাল: সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে।

    ১৪) সোনারপুর-শিয়ালদা লোকাল: সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে সোনারপুর থেকে ছাড়বে।

    ১৫) শিয়ালদা-হাসনাবাদ লোকাল: সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে।

    ১৬) হাসনাবাদ-শিয়ালদা লোকাল: সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়বে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)