• সিভিক ভলান্টিয়ারদের বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে তথ্য তলব রাজ্যপালের, কী জানতে চান?
    হিন্দুস্তান টাইমস | ২৩ অক্টোবর ২০২৪
  • আরজি কর হাসপাতালের ঘটনার পর সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে সিভিক ভলান্টিয়ারের ভূমিকা। এবার রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ–সহ ১২টি বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তথ্য চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরজি কর হাসপাতালের মামলার শুনানি চলাকালীন রাজ্য পুলিশ ফোর্সে সিভিক ভলান্টিয়ার নিয়োগের বিষয়টি নিয়ে সমালোচনা করে সুপ্রিম কোর্ট। আজ, বুধবার রাজভবন মিডিয়া সেলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি বিবৃতি জারি করে ১২টি নির্দিষ্ট বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

    যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে জানতে চাওয়া হয়েছে, ২০২১ সাল থেকে কতজন সিভিক ভলান্টিয়ার কাজ করছেন, তাঁদের বেতন বাবগ মোট কত টাকা খরচ, সিভিক ভলান্টিয়ার নিয়োগের ক্ষেত্রে আইনি অনুমোদন আছে কিনা, কোন সরকারি অর্ডারের ভিত্তিতে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা হয়েছিল, কোন নিয়মে নিয়োগ করা হয়, কাজে যোগদানের পূর্বে কোন নিয়মে সিভিক ভলান্টিয়ারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, কোন বিভাগের কাজের জন্য তাঁদের মোতায়েন করা হয়, কর্মসংস্থানের সময়কাল, রাজ্য সরকারি দফতরগুলিতে মোট অনুমোদিত পদের সংখ্যা এবং কতগুলি পদ শূন্য রয়েছে, মুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কতজন সরকারি কর্মচারীকে নিয়োগ করা হয়েছে এবং স্থায়ী কর্মীদের পদ এখনও কেন শূন্য রয়েছে?

    গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। এই অপরাধের জন্য সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সেই মূল অভিযুক্ত। সিবিআইও চার্জশিটে তাই বলেছে। আর তাই এবার রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন রাজ্যপাল। ওই বিবৃতিতে রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে বেশ কয়েকটি ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। যাচাই না করে নিয়োগের অভিযোগ তুলেছেন রাজ্যপাল। এমনকী এই নিয়োগে রাজনৈতিক প্রভাব রয়েছে বলে রাজ্যপাল দাবি করেছেন।

    রাজ্যপাল এই তথ্য তলব করার জেরে আবার নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ সিভিক ভলান্টিয়ারদের অপর্যাপ্ত ট্রেনিং, দায়িত্ববোধের অভাব, ক্ষমতার অপব্যবহার, শিক্ষাগত যোগ্যতা এবং স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ করেন রাজ্যপাল। আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে প্রথম থেকেই রাজ্যের সমালোচনায় সরব হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত সেপ্টেম্বর মাসে রাজভবনের মিডিয়া সেলের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছিল। তখন বেশ কয়েকটি বিষয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এবার সিভিক ভলান্টিয়াদের নানা বিষয়ে তথ্য তলব করলেন রাজ্যপাল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)