Airtel, Jio যাই করুক, আপাতত রিচার্জের দাম বাড়াবে না BSNL
হিন্দুস্তান টাইমস | ২৩ অক্টোবর ২০২৪
রিচার্জের দাম আরও বাড়ানোর পক্ষে যখন সওয়াল করছেন কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তখনই শুল্ক বাড়ানোর প্রয়োজন নেই বলে জানিয়ে দিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রবার্ট রবি জানিয়েছেন, অদূর ভবিষ্যতে রিচার্জের দাম বাড়ানোর কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি।
সপ্তাহখানেক আগে টেলিকম সংস্থাগুলি একটি সম্মেলনে টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ‘দেশে ফাইভ জি পরিষেবা দিতে টেলিকম সংস্থাগুলি লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে। সেই বিনিয়োগের টাকা যদি তারা তুলতে না পারে তাহলে দেশে টেলিকম প্রযুক্তির অগ্রগতি সম্ভব নয়। কিছুদিন আগে টেলিকম সংস্থাগুলি ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করেছে। তবে আমার মনে হয় এটা পর্যাপ্ত নয়। বিভিন্ন উন্নয়নশীল দেশে টেলিকম শুল্ক বিবেচনা করে ভারতে টেলিকম শুল্ক আরও ৩০ শতাংশ বৃদ্ধি করা উচিত। ধীরে ধীরে সংস্থাগুলি সেদিকে হাঁটবে বলে মনে হয়। ভারতে সিক্স জি ও তার পরবর্তী প্রযুক্তি আনতে এটা দরকারি।’
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রীর উলটো পথে হেঁটে বিএসএনএল এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রবার্ট রবি বলেন, ‘আমরা স্পষ্ট বলছি যে অদূর ভবিষ্যতে মাশুল বাড়াবো না। বিএসএনএলের এখন প্রাথমিক লক্ষ্য হচ্ছে গ্রাহকরা খুশি কি না তা দেখা এবং তাঁদের আস্থা অর্জন করা। অদূর ভবিষ্যতে মাশুল বাড়ানোর কোনও প্রয়োজন আমরা দেখছি না।’