গাছ না কেটে করা যাবে জোকা - বিবাদী বাগ মেট্রোর কাজ, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
হিন্দুস্তান টাইমস | ২৩ অক্টোবর ২০২৪
জোকা - বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ চালিয়ে দেওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। নতুন করে কোনও গাছ কাটা বা প্রতিস্থাপন না করে মেট্রো প্রকল্পের কাজ চালিয়ে যেতে পারবে কর্তৃপক্ষ। বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি পিকে মিশ্র ও বিচারপতি কেভি বিশ্বনাথের বেঞ্চ।
জোকা - বিবাদী বাগ মেট্রো প্রকল্পে ভিক্টোরিয়া স্টেশন তৈরির জন্য শয়ে শয়ে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল একটি সংস্থা। কিন্তু কলকাতা হাইকোর্ট সেবিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে। এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মামলাকারী সংস্থা। সেই মামলার শুনানিতে মামলাকারীদের তরফে দাবি করা হয় ৮২৭টি গাছ কাটা হয়েছে। কিন্তু এই তথ্য সঠিক হয়। এই গাছগুলিকে ছাঁটা হয়েছে, কাটা হয়নি। আর যে গাছগুলি উপড়ে ফেলা হয়েছে সেগুলিকে অন্যত্র লাগানো হয়েছে। এভাবে ৯৪টি গাছকে স্থানান্তরিত করা হয়েছে। সলিসিটর জেনারেল জানান, মেট্রোর কাজের জন্য নতুন করে গাছ কাটার দরকার নেই। কারণ ভিক্টোরিয়া স্টেশন হবে মাটির নীচে।
পালটা মামলাকারীদের আইনজীবী বলেন, গাছ প্রতিস্থাপনের বিষয়টি ঠিক নয়। আইন বাঁচাতে গাছ একজায়গায় থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসানো হয় ঠিকই। কিন্তু পরিচর্যার অভাবে কোনও গাছই আর বাঁচে না। গোটা দেশে এরকম ভুরি ভুরি নজির রয়েছে।
এর পরই আদালত নির্দেশ দেয়, জোকা বিবাদী বাগ প্রকল্পের কাজ চালিয়ে যেতে পারবে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে নতুন করে কোনও গাছ কাটতে বা প্রতিস্থাপন করতে পারবে না তারা। গাছ কাটতে গেলে নিতে হবে পরিবেশ দফতরের অনুমতি।
কলকাতা মেট্রোর তৃতীয় লাইন হল জোকা - বিবাদী বাগ প্রকল্প। এই প্রকল্পে গত কয়েক বছরে নানা বাধা এসেছে। চালু হলে এটি হবে কলকাতা মেট্রোর পার্পল লাইন।