• গোটা শিয়ালদহ নয়, ট্রেন বন্ধ থাকবে শুধু দক্ষিণ এবং হাসনাবাদ শাখায়
    এই সময় | ২৪ অক্টোবর ২০২৪
  • ‘দানা’র ধাক্কায় সমস্য়া হচ্ছে না শিয়ালদহ থেকে উত্তরের দিকে যাওয়া রুটগুলিতে। দানার জন্য, গোটা শিয়ালদহ নয়, শুধু দক্ষিণ এবং হাসনাবাদ শাখায় বন্ধ থাকছে ট্রেন চলাচল। রেলের তরফে বুধবার (২৩ অক্টোবর) সন্ধের পর এ কথা জানানো হয়েছে। যদিও ওই দিন সকালে রেল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট বলা হয়েছিল: ২৪ অক্টোবর কোনও ট্রেনই শিয়ালদহ থেকে ছাড়বে না।রেলের তরফে বুধবার সকালে সংবাদমাধ্য়মকে পাঠানো এক ভিডিয়ো বার্তায় মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছিলেন, 'সাইক্লোন দানা-র কথা মাথায় রেখে পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে যে, আগামিকাল ২৪ তারিখ (অক্টোবর) রাত ৮টার পর কোনও লোকাল ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে যাবে না।’ রেলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও একটি গ্রাফিক্স শেয়ার করা হয় এই তথ্য উল্লেখ করে।

    যদিও মুখ্য জনসংযোগ আধিকারিকের এই ঘোষণার কিছুক্ষণ পরে রেলের তরফে যে নির্দেশিকা জারি করা হয়, তাতে শিয়ালদহের বেশ কিছু শাখার কোনও নামোল্লেখ ছিল না। এর মধ্যে শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-কৃষ্ণনগরের মতো গুরুত্বপূর্ণ শাখা রয়েছে। পরে অবশ্য় উক্ত গ্রাফিক্স আর রেলের সোশ্যাল হ্যান্ডলে আর দেখা যায় না। স্বভাবতই এই নিয়ে যাত্রীদের মধ্য়ে শুরু হয় বিভ্রান্তি।

    এ ব্য়াপারে সন্ধের পর ‘এই সময় অনলাইন’-এর তরফে কৌশিক মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পূর্ব রেলের সোশ্যাল হ্যান্ডলে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।’ আগের বিষয়টি নিয়ে তাঁকে সুনির্দিষ্ট প্রশ্ন করা হলে তিনি অবশ্য় কোনও সদুত্তর দেননি। ওঁর কথা মতো ‘এই সময় অনলাইন’-এর তরফে পূর্ব রেলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শিয়ালদহ ডিভিশন সম্পর্কিত বিজ্ঞপ্তিটি যখন যাচাই করা হয়, তখনও সেখানে ওই শাখাগুলির বিষয়ে কোনও তথ্য ছিল না।

    পূর্ব রেলের একটি সূত্র ‘এই সময় অনলাইন’কে অবশ্য় সাফ জানিয়েছে, শুধুমাত্র শিয়ালদহ-দক্ষিণ এবং শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ২৪ অক্টোবর রাত ৮টা থেকে ২৫ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ থেকে কোনও ট্রেন ছাড়বে না। ফলে এটা পরিষ্কার, বৃহস্পতিবার ও শুক্রবার শিয়ালদহ থেকে চলা উত্তর শাখায় ট্রেন চলাচল নিয়ে সমস্যার সম্মুখীন হবেন না নিত্যযাত্রীরা।

    এক ঝলকে:

    ১. ২৪ অক্টোবর রাতে শিয়ালদহ-উত্তর শাখার কোনও ট্রেন বন্ধ বা বাতিল হচ্ছে না বলে খবর পূর্ব রেল সূত্রের।

    ২. শুধুমাত্র শিয়ালদহ-হাসনাবাদ এবং শিয়ালদহ-দক্ষিণ শাখার রেল যোগাযোগের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ।

    ৩. এই দুই শাখায় ২৪ অক্টোবর রাত ৮টার পর থেকে শিয়ালদহ থেকে কোনও ট্রেন ছাড়বে না।

    ৪. ২৫ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত এই অবস্থা থাকবে এই ২ শাখায়।

    তবে এই নিয়ে ক্ষুব্ধ রেলের নিত্যযাত্রীরা। অনেকেই বলছেন, ‘এ রকম একটি বিষয় নিয়ে রেলের যথেষ্ট সচেতন থাকাটাই কাম্য।’
  • Link to this news (এই সময়)