• ঝড়ের দাপট, ফরাক্কার অর্জুনপুরে নৌকাডুবি, নিখোঁজ একাধিক
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, বহরমপুর: ফরাক্কার অর্জুনপুরে ঝড়ের দাপটে নৌকাডুবি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। আজ, বুধবার ঠিক সন্ধ্যা নামার আগে মাঝ নদীতে উল্টে যায় মাছ ধরার নৌকা। প্রায় ১০ জন জলে পড়ে যান। তাঁদের মধ্যে কয়েকজন সাঁতরে ডাঙায় চলে এলেও বেশ কয়েকজন তলিয়ে গিয়েছেন বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিস এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা। নিখোঁজদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিস। গঙ্গার ঘাটগুলিতে টহল দিচ্ছেন পুলিসের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু জেলে মাছ ধরছিলেন। সেই সময় ঝড় শুরু হলে নৌকা উল্টে নদীতে তলিয়ে যায়। কয়েকজনকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এদিন বিকেল থেকে ঝড়ের দাপটে  সামশেরগঞ্জের লোহরপুর, শিকদারপুর, এবং ধুলিয়ান পুরসভার ১ নম্বর ঘাটে একাধিক ডিঙি ও মাছ ধরার নৌকা উল্টে যায়। বেশ কয়েকটি নৌকা মাঝনদীতে তলিয়ে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)