অগ্নিকাণ্ড, গোটা এজরা স্ট্রিট বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হল, অকুস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন
বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভর সন্ধ্যায় এজরা স্ট্রিটে আগুন। অকুস্থলে রয়েছে ১৫টি দমকলের ইঞ্জিন। দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের জেরে গোটা এজরা স্ট্রিট বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সরু গলিতে থাকা গুদাম এবং দোকানগুলিতে আগুন লেগেছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। এতটাই সরু গলি যে দুটির বেশি দমকলের গাড়ি ঢুকতে পারেনি। ফলে আগুন নেভাতে রীতিমত বেগ পেতে হয় দমকলকে। দূর থেকে একাধিক পাইপ সেট করে নিয়ে এসে জল দেওয়ার কাজ শুরু হয়। পাশাপাশি গুদামের টিনের ছাদ ভেঙেও জল দেওয়ার চেষ্টা করেন দমকল কর্মীরা। বর্তমানে তিনদিক থেকে জল দেওয়া হচ্ছে। দমকল সূত্রে খবর, আজ, বুধবার রাত ৯টা ১৫ মিনিট নাগাদ আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসে। ফলে সেটি আশেপাশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আর নেই বলেই জানিয়েছে দমকল। তবে এখনও পর্যন্ত পুরোপুরি আগুন নেভানো যায়নি। এলাকার বেশ কয়েকটি দোকানে থাকা কাঠ, পিচ বোর্ড, ইলেকট্রিক্যাল সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গিয়েছে। এছাড়া বেশ কয়েকটি দোকান এবং গুদামও ভস্মীভূত। প্রচন্ড ধোঁয়ায় কাজ করতে কিছুটা সমস্যাই হচ্ছে দমকল কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তবে আগুন কী ভাবে লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।