নয়া বিমান পরিষেবা চালু হচ্ছে কলকাতাকে ঘিরে, সরাসরি পৌঁছনো যাবে আন্দামানে
হিন্দুস্তান টাইমস | ২৪ অক্টোবর ২০২৪
আগামী নভেম্বর মাস থেকে নতুন উড়ান চালু হচ্ছে। তার জেরে কলকাতার যাত্রীদের ব্যাপক উপকার হবে। বেসরকারি সংস্থা ‘আকাশাএয়ার’ এই নতুন বিমান পরিষেবা চালু করছে। আগামী ১৩ নভেম্বর থেকে এই পরিষেবা পাওয়া যাবে বলে সংস্থা সূত্রে খবর। সরাসরি কলকাতা থেকে আহমেদাবাদ এবং পোর্ট ব্লেয়ার যাতায়াতের পরিষেবা নিয়ে আসা হচ্ছে। ফলে কলকাতা থেকে যেতে যে অসুবিধা আগে সহ্য করতে হতো যাত্রীদের এবার থেকে তা আর হবে না। এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে কলকাতা বিমানবন্দর এবং যাত্রীদের মধ্যে।
ঘরোয়া বিমান পরিষেবা হিসাবে এই পথে উড়ান জনপ্রিয় হবে বলে মনে করছেন বহু বিমানযাত্রী। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ছাড়বে সকাল ৫টা ১০ মিনিটে এবং তা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে সকাল ৭টা ৫০ মিনিটে। তারপর সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার তা উড়ে যাবে সকাল সাড়ে ৮টার সময়। আর তা বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। যা অবস্থিত পোর্ট ব্লেয়ারে। তখন ঘড়িতে বাজবে সকাল ১০টা ৪৫ মিনিট।
এই পরিষেবা চালু হয়ে গেলে আয়ও ভাল হবে। কারণ শীতের মরশুমে অনেকেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঘুরতে যান। পর্যটকদের এখানে যাতায়াত লেগেই থাকে। সেখানে নভেম্বর মাসে ‘আকাশাএয়ার’ এই নয়া বিমান পরিষেবা চালু করলে যাতায়াত অনেক মসৃণ হবে। নভেম্বর মাসে বড় কোনও উৎসব নেই ঠিকই তবে ডিসেম্বর মাস থেকে আবার নানা উৎসব শুরু হয়ে যাবে। তার সঙ্গে বড়দিন এবং নিউ ইয়ার যোগ হবে। সেক্ষেত্রে কলকাতার পর্যটকরা এই বিমানে করে আন্দামান সফর করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
এছাড়া আন্দামান থেকে যখন বিমানটি ফিরবে তখন আবার আগে নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে দুপুর ১টা ৪০ মিনিটে। তারপর এখান থেকে আহমেদাবাদে যাবে দুপুর ২টো ২০ মিনিটে। তবে তা সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বিকেল ৫টা ১০ মিনিটে। সপ্তাহে তিনদিন এই বিমান পরিষেবা পাওয়া যাবে। সোমবার, বুধবার এবং শুক্রবার এই বিমান পরিষেবা পাওয়া যাবে। যাতে চেপে গুজরাট থেকে পোর্ট ব্লেয়ার পৌঁছে যাওয়া যাবে।