দলের পুরনো কর্মীদের সম্মান দিতে বললেন স্বপন দেবনাথ
বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, কাটোয়া: ‘মঙ্গলকোট, কেতুগ্রামে সিপিএম লাগামহীন অত্যাচার করত। একসময় দলের মিটিং-মিছিলে লোকে মাইক ভাড়া দিত না। কিন্তু এখন দল বড় হয়েছে। তাই দলের দুর্দিনে যাঁরা পতাকা বইতেন, তাঁদের সম্মান দিতে হবে।’ বুধবার কেতুগ্রামের পাঁচুন্দিতে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কাটোয়া মহকুমার বিজয়া সম্মিলনীতে একথা বলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, আমরা পুরনোরা তো রয়েছি। কিন্তু যুবদের এগিয়ে আসতে হবে। লড়াই করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
দলের পুরনো কর্মীদের অবদান স্মরণ করে মন্ত্রী বলেন, তাঁরা সেদিন কিছু পাওয়ার আশায় দল করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের বিরুদ্ধে লড়াই করতেন। তাই তাঁরা সেদিন মাঠে ময়দানে নেমে মার খেয়ে লড়াই করেছিলেন। এখন সেসব পুরানো কর্মীকে সম্মান দিতে হবে। যুবকদের মনে রাখতে হবে ২০২৬ সালে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনতে হবে। এদিন বিজয়া সম্মিলনীতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ বিশিষ্টরা।-নিজস্ব চিত্র