• ঝাড়গ্রামে আবাস তথ্য যাচাইয়ে প্রশাসনের টিম
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্ৰামে আবাস তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। প্রতিটি ব্লকে প্রশাসনের টিম বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ করছে। কেন্দ্র আবাস যোজনা ও একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছে গরিব মানুষরা। গত লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার তাঁদের বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি দেয়। সেই  প্রতিশ্রুতি কার্যকর করতে আবাস তথ্য খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। 

    ঝাড়গ্ৰামে আবাস তথ্য খতিয়ে দেখার জন্য ব্লক ভিত্তিক একাধিক টিম গঠন করা হয়েছে। ব্লক, ভূমি সংস্কার দপ্তর ও গ্ৰাম পঞ্চায়েতের আধিকারিকদের টিমে রাখা হয়েছে। তথ্য যাচাইয়ের কাজে যেসব সরকারি কর্মচারীরা আছেন তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গাইডলাইন অনুযায়ী কোন ক্যাটাগরিতে আবেদনগুলি বিবেচনা হবে তার খসড়া তৈরি করা হয়েছে। আবাস যোজনা প্রকল্পের তালিকায় ২০২০-২১ সালে নাম থাকা ব্যক্তিদের পাশাপাশি পরে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদেরও নামও তালিকায় রয়েছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ভেঙে যাওয়া বাড়ির মালিকদের তথ্য যাচাই করা হচ্ছে। আবাস যোজনার ঘর নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া ও যোগ্য নয় এমন ব্যক্তিকে ঘর দেওয়ার অভিযোগও রয়েছে। কেন্দ্রের সঙ্গে তৃণমূলের যা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনও শুরু হয়। জেলা প্রশাসনের তরফে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে এবার অনেক বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ঝাড়গ্ৰামের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত এদিন বলেন, জেলায় আবাস যোজনার তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। প্রতিটি ব্লকে গ্ৰাম পঞ্চায়েত ধরে ধরে তথ্য যাচাইয়ের কাজ চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য যাচাইয়ের কাজ শেষ করা হবে। ঝাড়গ্ৰাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন, কেন্দ্র আবাস যোজনা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। বারবার আবেদন করা সত্ত্বেও সেই টাকা দেওয়া হয়নি। মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে গরিব মানুষদের বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। দুর্গাপুজো মিটতেই আবাস তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। যোগ্য ব্যক্তিরা এবার বাড়ি পাবেন। অনলাইন পোর্টালের মাধ্যমে উপভোক্তাদের সমস্ত তথ্য সংশ্লিষ্ট দপ্তরে চলে যাবে। তালিকায় থাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তিন ধাপে এই টাকা দেওয়া হবে। ঝাড়গ্ৰাম পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা বলেন, ব্লকজুড়ে প্রশাসনের ৪২ টিম আবাস তথ্য যাচাইয়ের কাজ করছে। ব্লকের লোধাশুলি এলাকায় এদিন তথ্য যাচাইয়ের কাজ হয়েছে। এই এলাকায় বহু লোধা ও শবর মানুষের বসবাস। যাঁরা মাটির বাড়িতে বসবাস করেন। আবাস তালিকায় নাম থাকলেও কেন্দ্রের বঞ্চনায় এতদিন বাড়ি পাননি। বিনপুর-২ ব্লকের কাঁকড়াঝোড় এলাকার বাসিন্দা পবন সিং বলেন, আগেও অফিসাররা তথ্য যাচাইয়ের জন্য এসেছিলালেন। তখনও বাড়ি দেওয়ার কথা বলা হয়েছিল। এখনও পর্যন্ত বাড়ি পাইনি। আবাস তালিকায় নাম থাকলেও এই এলাকায় অনেকই বাড়ি পাননি। মুখ্যমন্ত্রী অবশ্য বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই আশায় বুক বাঁধছি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)