• বিজেপির প্রধানকে খুনের হুমকি পোস্টার, অভিযুক্ত দলেরই একাংশ
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বিজেপির দখলে থাকা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হুমকি পোস্টার। তাও আবার সরাসরি খুনের শাসানি। বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে ধনাতলা থানার রঘুনাথপুর হিজুলি ২ পঞ্চায়েত এলাকায়। যদিও এই পোস্টার-কাণ্ডের পিছনে দলেরই অসাধু অংশের হাত দেখছেন বিজেপির প্রধান। সবমিলিয়ে পোস্টার বিতর্কে বেআব্রু বিজেপির অন্দরের ফাটল।

    বুধবার সকালে পঞ্চায়েত অফিস সহ সংলগ্ন একাধিক জায়গায় এই পোস্টার দেখা যায়। সরাসরি হিজুলি ২ পঞ্চায়েত প্রধান নমিতা সরকার এবং তাঁর পরিবারকে উদ্দেশ্য করে খুনের হুমকি দেওয়া হয়েছে। কী লেখা রয়েছে তাতে? সাদা কাগজের উপর প্রিন্ট করা পোস্টারে লেখা, ‘পঞ্চায়েতে দুর্নীতি বন্ধ না করলে ১৫ দিনের মধ্যে প্রধানের পুরো পরিবারকে শেষ করে দেওয়া হবে।’ প্রত্যক্ষদর্শীদের কাছে বিষয়টি জানার পর সরাসরি পুলিসের দ্বারস্থ হন নমিতাদেবী। তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিস। কিন্তু কে সাঁটাল এই পোস্টার? তা নিয়ে দিনভর জল্পনা চলেছে হিজুলি দুই পঞ্চায়েত এলাকায়। নমিতাদেবী বলেন, ‘এলাকার কিছু অসাধু মানুষ রয়েছেন যাঁরা সরকারি খাস জমি ঘুরপথে হস্তগত করতে চাইছেন। তার জন্য তাঁরা আমাকে অডিশন সার্টিফিকেট লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে চাপ দিয়েছেন। কিন্তু আমি দুর্নীতি করতে রাজি নই। পত্রপাঠ না করে দিয়েছি। সেই আক্রোশ থেকেই সম্ভবত এই পোস্টার ফেলেছে ওঁরা। 

    ‘ওঁরা’ বলতে কারা? নমিতাদেবী বলেন, ‘আমাদের দলেও কিছু লোক এই কাজের সঙ্গে যুক্ত। কিন্তু আমি দলের সৎ কর্মী হিসেবেই কাজ করতে চাই। ফলে তাঁদের স্বার্থসিদ্ধির পথে আমাকে বাধা হিসেবে মনে করছেন। হয়ত তারা ভেবেছিলেন দলের প্রধান থাকলে অসাধু কাজ করায় সহযোগিতা মিলবে। তাই এই পোস্টার কাণ্ডে তাঁদের মদত রয়েছে বলে আমার সন্দেহ।’
  • Link to this news (বর্তমান)