• ‘ডানা’ আসছে, হলদিয়া বন্দরে বন্ধ করে দেওয়া হল সমস্ত ‘অপারেশন’
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, হলদিয়া: ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়ার আশঙ্কায় আগাম সতর্কতা হিসেবে বুধবার রাত থেকে বন্ধ রাখা হয়েছে হলদিয়া বন্দর অপারেশনের কাজ। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের গতিপথের উপর নজর রাখতে এদিন সন্ধে থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আবহাওয়া দপ্তরের সাইক্লোন ওয়ার্নিং দেখে আপাতত ২৫ অক্টোবর শুক্রবার দুপুর পর্যন্ত বন্দরের সমস্ত ধরনের অপারেশন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত হ্যান্ডেলিং এজেন্সিকে। ইতিমধ্যেই বন্দরের লকগেট অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন সন্ধে সাড়ে ৬টা নাগাদ লকগেট বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ নদী থেকে বন্দরের ডক এরিয়ার মধ্যে জাহাজ বা বার্জ চলাচল বন্ধ রাখা হয়েছে। জাহাজগুলি বন্দরের ওই ডক এরিয়াতে ঢুকে বিভিন্ন বার্থে মাল খালাস করে। ঝড়ের আশঙ্কায় আগামী দু›দিন বন্দরে জাহাজ চলাচল বা পণ্য ওঠানামার কাজ কার্যত বন্ধ থাকবে। 

    হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার (প্রশাসন) প্রবীণকুমার দাস বলেন, ঘূর্ণিঝড়ের জন্য বন্দরে ডক এলাকায় অপারেশনের ক্ষেত্রে একাধিক সতর্কতা জারি হয়েছে। বন্দরের ডক এরিয়ার মধ্যে মোট ১৬টি ছোটবড় জাহাজ রয়েছে। এরমধ্যে ৫টি কোস্টগার্ডের নজরদারি ভেসেল ও জাহাজ রয়েছে। এছাড়া ৫টি বার্জও ডকে বার্থ করে রাখা হয়েছে। ঝড়ের হাত থেকে বাঁচতে ডক এরিয়ায় নিরাপদ জায়গায় এগুলি সুরক্ষিত রাখা হয়েছে। বৃহস্পতিবার দিনভর কন্ট্রোল রুম থেকে অফিসাররা ঝড়ের গতিপ্রকৃতির উপর নজর রাখবেন। বন্দরের এক আধিকারিক বলেন, প্রবল ঘূর্ণিঝড়ের সময়ে নদী ও সমুদ্র ভয়ানক উত্তাল হয়। সেইসময় জাহাজকে নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশ দেওয়া হয়। বন্দরের ডক এরিয়া লকগেটের সাহায্যে নদী থেকে বিচ্ছিন্ন হওয়ায় জাহাজগুলিকে সরিয়ে এনে সুরক্ষিত অবস্থায় রাখা হয়। এই মুহূর্তে বন্দরে ৬টি জাহাজে পণ্য ওঠানামার কাজ হচ্ছে। হ্যান্ডেলিং এজেন্সিগুলি বন্দরের নির্দেশ মতো হাওয়ার গতির উপর নজর রাখছে। রাতে তারা পুরোপুরি কাজ বন্ধ করে দেবে বলে জানা গিয়েছে। এদিকে তিনটি জাহাজের এদিনই পণ্য খালি করে সমুদ্রে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু সাগরে ঝড়ের পূর্বাভাস থাকায় সেগুলিকে বন্দর ছাড়তে দেওয়া হয়নি।

    বন্দর সূত্রে জানা গিয়েছে, হলদি নদীর তীরে কোস্টগার্ডের জেটি থেকে ভেসেল ও জাহাজগুলিকে এদিন বিকেলে দ্রুততার সঙ্গে সরিয়ে আনা হয়েছে। ওই ভেসেলগুলি এদিন দুপুর পর্যন্ত নদী ও সমুদ্রে মাইকিং করে মৎস্যজীবীদের ডাঙায় ফেরার বার্তা দিয়েছে। বন্দরের বড় বড় ক্রেনগুলির অপারেশন এদিন দুপুরের পরই বন্ধ করে দেওয়া হয়। এরপর ক্রেনগুলির লম্বা আর্ম নামিয়ে সেগুলিকে লোহার খুঁটির সঙ্গে বাঁধা হয়েছে। হলদিয়া পুরসভার প্রশাসক তথা মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, পুরসভায় মঙ্গলবার সন্ধে থেকে ঝড়ের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৭টি নদী তীরবর্তী ওয়ার্ডে সতর্কতা দেওয়া হয়েছে। ঝিকুরখালিতে একটি প্রাইমারি স্কুল এবং বাকি ওয়ার্ডগুলিতে কমিউনিটি হলে ত্রাণশিবির খোলা হয়েছে। ওই এলাকায় মাইকিং চলছে। পানীয় জল, বিদ্যুত সরবরাহ সচল রাখতে বিশেষ টিম তৈরি করা হয়েছে। মহকুমা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে। গাছ কাটার জন্য পুরসভার চারটি টিম তৈরি করা হয়েছে।  বন্ধ রাখা হয়েছে হলদিয়া বন্দর অপারেশনের কাজ।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)