নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বিচ্ছেদের পরও রাহুল বোসের জীবনে ফিরে আসছিলেন প্রথম স্ত্রী। ভেঙে যাওয়া সম্পর্ক ক্রমেই জোড়া লাগছিল। অতীতের সম্পর্কের স্মৃতিচারণ করে তাদের মধ্যে কথাও হতো দিনভর। তা সত্ত্বেও রাহুল কৃষ্ণনগরের মৃত ছাত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করে যাচ্ছিল। কিন্তু, দু’নৌকায় পা দিয়ে বেশি দিন কাটাতে পারেনি সে। প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কের কথা সম্ভবত জেনে গিয়েছিল ওই ছাত্রী। তা নিয়ে নতুন সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। রাহুল উপেক্ষা করতে শুরু করে প্রেমিকাকে। একটা সময়ের পর সম্পর্কে ইতিও টানতে চায় সে। সেটা কোনওভাবেই মেনে নিতে পারেননি মৃত ছাত্রী। ফলে, দু’জনের মধ্যে অশান্তিও হচ্ছিল। অভিযুক্ত ও মৃত ছাত্রীর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পেরেছে তদন্তকারী অফিসাররা। পাশাপাশি, রাহুলের প্রথম স্ত্রীর সঙ্গে মৃত ছাত্রীর দীর্ঘ কথোপকথন হওয়ার প্রমাণও পুলিস পেয়েছে। বিষয়টি আরও বিস্তারিত জানতে রাহুলের প্রথম পক্ষের স্ত্রীকে ফের ডেকে পাঠিয়েছে কোতোয়ালি থানার পুলিস। ওই ছাত্রীর রহস্য মৃত্যুর পিছনে রাহুল ও তার প্রথম পক্ষের স্ত্রীর সম্পর্ক কতখানি প্রভাব ফেলেছে, সেটাই এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এদিকে, মৃত ছাত্রীর কাছ থেকে উদ্ধার হওয়া ব্যাগেও কেরোসিনের গন্ধ পাওয়া গিয়েছে। তাতে তদন্তকারীদের সন্দেহ, তবে কি মৃত ছাত্রী নিজের ব্যাগে করে কেরোসিনের বোতল নিয়ে গিয়েছিল ঘটনাস্থলে? আজ বৃহস্পতিবার রাহুলের পুলিসি হেফাজত শেষ হচ্ছে।
কৃষ্ণনগর পুলিস জেলার এক আধিকারিক বলেন, ‘তদন্তে নেমে গোটা ঘটনার একাধিক বিষয় সামনে আসছে। সমস্ত দিক আমরা খতিয়ে দেখছি। ঘটনার দিন তাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে বিষয়টি নিয়ে একাধিকবার কথা হয়েছিল। প্রত্যেকের ফোন আমরা ট্র্যাক করছি।’
পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ঘটনার দিন দুপুর ১২টা থেকে রাত ১১টার মধ্যে মৃত ছাত্রীর সঙ্গে রাহুলের এক বন্ধুর ২১ বার ফোনে কথা হয়েছিল। কারণ, রাহুলকে ওইদিন ফোনে যোগাযোগ করতে পারছিল না ছাত্রীটি। দুপুর দুটো নাগাদ মৃত ছাত্রী রাহুলের ওই বন্ধুকে আত্মহত্যার করার কথা জানান। ওই বন্ধু আবার বিকেল পাঁচটা নাগাদ রাহুলের প্রথম পক্ষের স্ত্রীকেও কথাটি জানিয়ে দেয়। শেষবার রাত ১০টা বেজে ১২ মিনিটে বন্ধুর ফোন দিয়ে রাহুল মৃত ছাত্রীর সঙ্গে কথা বলে। সেখানেই সম্পর্ক শেষ করার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় রাহুল। তারপর রাতের দিকে মৃত ছাত্রীর ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আত্মহত্যার স্ট্যাটাসটি ভাইরাল হয়।
কৃষ্ণনগরে ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা এক সপ্তাহ পার হয়েছে। তবে, রহস্যের জট এখনও কাটেনি। ছাত্রীর ময়নাতদন্তের রিপোর্টে ‘আত্মহত্যা’র তত্ত্বই উঠে এসেছে বলে সূত্রের খবর। যদিও পুলিস এফএসএল রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে। কারণ, সেখানে ফিঙ্গারপ্রিন্ট সহ বিভিন্ন জিনিসের পুঙ্খানুপুঙ্খ তথ্য সামনে আসবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হওয়ার সোনারপুরের এক কলেজ পড়ুয়ার সঙ্গে রাহুলের গত বছর বিয়েও হয়েছিল। কিন্তু তাদের মধ্যে ছাড়াছাড়ির পর রাহুল কৃষ্ণনগরের ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়।