• আগামী বিধানসভা ভোটে ঘাটাল কেন্দ্রটি মুখ্যমন্ত্রীকে উপহার দিতেই হবে: চন্দ্রিমা
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, ঘাটাল: ২০২৬ -এর বিধানসভার নির্বাচনে ঘাটাল কেন্দ্রটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে উপহার দিতে হবে। বুধবার সন্ধ্যায় সিংহডাঙাতে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনিতে একথা বলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। কোনও কারণে ঘাটাল লোকসভার আসনটিতে ২০২১ সালে আমাদের দলের প্রার্থী জিততে পারেননি। ২০২৬-এ তৃণমূলের প্রার্থীকে জিতিয়েই আমাদের নেত্রীকে তা উপহার দিতে হবে। এখন থেকেই কর্মীদের পরিকল্পনা করে মাঠে নামতে হবে। বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হলে নিজেদের এক হয়ে কাজ করতে হবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে কাঁধে কাঁধ দিয়ে চলতে হবে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কথা ভাবে না। সেই কারণেই এই রাজ্যেও বিজেপির প্রতি মানুষের আস্থা কমছে। এই সুযোগেই দলের সংগঠনকে আরও মজবুত করে তুলতে হবে।

    উপস্থিত তৃণমূলের নেতা ও কর্মীরা নেত্রীকে জানিয়ে দেন ২০২৬ সালে ঘাটাল বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কম করে ২০ হাজার ভোটের ব্যবধানে জিতবে।

    পুজো প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেকেই মনে মনে ভাবছিলেন এই পুজোটা না করলেই বোধহয় ভালো হত। তাঁদের সেই বাসনা পূরণ হয়নি। উপরে ভগবান আছেন। তাই কোথাও কোনও অসুবিধার সম্মুখীন হতে হয়নি। মানুষ জানেন, আমরা তাদের সুখ-দুঃখে পাশে রয়েছি।

    এদিন বৃষ্টির মধ্যেও বিজয়া সম্মিলনিতে তৃণমূলের নেতা কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সম্মিলনির শেষে মনোহরপুর-১ গ্রামপঞ্চায়েতের বিজেপির এক পঞ্চায়েত সদস্য অনুপম খামরই সহ বেশ কয়েক জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে বিজেপি নেতা তথা ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন, আমাদের কোনও নেতা কর্মীই বিজেপি ছেড়ে তৃণমূল বা অন্য কোনও দলে যোগদান করেননি। যাঁদেরকে তৃণমূল যোগদান করেছেন বলে দেখাচ্ছে, আসলে তাঁরা তৃণমূলেরই কর্মী সমর্থক।’-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)