• আসানসোলের আপকার গার্ডেনে কালীপুজোর থিমে পরীদের দেশ, বাহারি আলোকসজ্জা
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: এবার খনি শহরেই পরীদের দেশের দেখা মিলবে। সমুদ্রের ঢেউয়ের মাঝে ভাসছে এক বিশাল জাহাজ। তার ভিতরে ঢুকলেই এক স্বপ্ননগরী। রঙিন পৃথিবী। পরীদের আবাসভূমি। কালীপুজোতেও এক অপরূপ থিম ভাবনা ফুটে উঠছে আসানসোলের আপকার গার্ডেনে। আপকার গার্ডেন কালীপুজো কমিটির এবার ৮৪তম বর্ষ। এখানকার দুর্গাপুজোর মণ্ডপ বারবার মানুষকে চমক দেয়। সেই পথে হেঁটেই এবার নতুন থিম ভাবনায় সেজে উঠছে কালীপুজোর মণ্ডপও। মণ্ডপের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও চমক দিচ্ছে শহরবাসীকে। অনুষ্ঠান করতে আসছে ফকিরা ব্যান্ড। থাকছে শিল্পী পৌষালির সঙ্গীতানুষ্ঠানও। ২৫লক্ষ টাকা বাজেটের কালীপুজো ঘিরে উৎসাহ বাড়ছে মানুষের। পুজো কমিটির উদ্যোক্তা দেবাঞ্জন দাস, শ্যামল সিনহা বলেন, নির্দিষ্ট থিমের উপর পুজো এবারই প্রথম। আমরা চেষ্টা করছি মণ্ডপের ভিতরে ঢুকলে মানুষ যেন অন্য জগতের স্বাদ পান। মণ্ডপের পাশাপাশি আলোর নানা কারসাজি মানুষের নজর কাড়বে। আপকার গার্ডেন আসানসোলের অন্যতম প্রসিদ্ধ এলাকা। এখানকার দুর্গাপুজো প্রধান আর্কষণ হলেও সাংস্কৃতিক অনুষ্ঠান, মণ্ডপসজ্জায় এখন কালীপুজোও পুরোমাত্রায় টেক্কা দিচ্ছে। ৩০অক্টোবর, বুধবার এই পুজোর উদ্বোধন হবে। সেখানে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। বৃহস্পতিবার কালীপুজো। পুজো শেষে হবে ভোগ বিতরণ। রঙিন হয়ে উঠবে এলাকা। মানুষের মন জয় করতে সঙ্গীত পরিবেশন করতে আসবেন পৌষালি। তার পরের দিন সঙ্গীত পরিবেশন করতে ফকিরা ব্যান্ড নিয়ে আসছেন শিল্পী তিমির বিশ্বাস। যা নিয়ে এখন থেকে সংস্কৃতিপ্রেমীদের মধ্যে আগ্রহের পারদ চড়ছে। পুজো কমিটির কর্তা চন্দন চট্টোপাধ্যায়, হীরক গঙ্গোপাধ্যায়রা জানান, রবিবার ধুমধাম করে আমরা বিসর্জন পর্ব সম্পন্ন করব। উদ্যোক্তা সুকর্ণ হাজরা বলেন, এবার যে আলোকসজ্জা করা হচ্ছে তা কোনওদিন হয়নি। দর্শনার্থীরা আলোর নতুন খেলা দেখবেন।  তৈরি হচ্ছে আসানসোলের আপকার গার্ডেনের মণ্ডপ।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)