দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে ভিজিল্যান্স উইক প্রোগ্রামের সূচনা
বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ভিজিল্যান্স উইক প্রোগ্রামের সূচনা হল দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে। বুধবার এই অনুষ্ঠানের সূচনা হয়। সেইলের সঙ্গে যৌথ উদ্যোগে এদিনের অনুষ্ঠান হয় কলেজের আলবার্ট আইনস্টাইন সেমিনার হলে। এই ভিজিল্যান্সের থিম ছিল ‘কালচার অব ইন্টিগ্রিটি ফর নেশন প্রসপারিটি’। ছ’টি কলেজের ৩০জন পড়ুয়া থিমের উপর বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন কলেজের অধ্যক্ষ সঞ্জয় এস পাওয়ার। উপস্থিত ছিলেন চিফ জেনারেল ম্যানেজার(ভিজিল্যান্স), ডিএসপি অ্যান্ড এএসপি প্রদীপ ভরহন।