সংবাদদাতা, ময়নাগুড়ি: বুধবার থেকে ময়নাগুড়িতে টোটোর নম্বর প্লেট বিতরণ শুরু করল ময়নাগুড়ি পুরসভা। প্রথম অবস্থায় এক হাজার টোটোচালকদের নম্বরপ্লেট দেওয়া হবে। পরে যারা আবেদন করবেন তারা প্রত্যেকে এই নম্বর প্লেট পাবেন। নম্বর প্লেট না থাকলে টোটো শহর এলাকায় চালানো যাবে না বলে সাফ জানিয়েছে পুরসভা। বুধবার ময়নাগুড়ি পুরচেয়ারম্যান অনন্তদেব অধিকারী সহ অন্য কাউন্সিলররা টোটোচালকদের হাতে নম্বর প্লেট তুলে দেন।
ময়নাগুড়ি শহর এলাকায় কত টোটো রয়েছে তার সঠিক সংখ্যা জানা নেই পুরসভার। শহর এলাকায় প্রতিনিয়ত টোটোর কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ভুক্তভোগী হচ্ছেন পথ চলতি মানুষ। সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীদের। অভিযোগ, গ্রামের টোটো শহর এলাকায় চলে আসছে। এর আগে একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে শহর এলাকার টোটো ও গ্রামীণ এলাকার টোটো নিয়ে বিভিন্ন পদক্ষেপের চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোন কিছুই বাস্তবে রূপায়িত হয়নি। অবশেষে পুরসভা শহর এলাকার টোটো চিহ্নিতকরণ করার জন্য নম্বর প্লেট বিতরণ শুরু করল।
পুরসভা থেকে টোটোচালকদের জন্য ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে। ছবি সহ এই ফর্ম পুরসভা অফিস থেকে নিয়ে টোটোচালকরা নম্বর প্লেটের জন্য আবেদন করতে পারবেন। ফর্ম বিনামূল্যে দেওয়া হচ্ছে। অপরদিকে পুরসভার পক্ষ থেকে টোটোচালকদের জানিয়ে দেওয়া হয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় টোটো চালানো যাবে না। ১৮ বছরের নীচের কেউ টোটো চালাতে পারবে না। রাতে হেডলাইট এবং ইন্ডিকেটর জ্বালিয়ে টোটো চালাতে হবে। লুকিং গ্লাস ব্যবহার করতে হবে। টোটোর ডান দিক বন্ধ করে দিতে হবে। পণ্য পরিবহণ করা যাবে না। টোটোচালকদের নিজ নিজ এরিয়ার স্ট্যান্ড ব্যবহার করতে হবে।
বুধবার নম্বর প্লেট পেয়ে খুশি টোটোচালকরা। তারা পুরসভাকে ধন্যবাদ জানিয়েছে। পুরচেয়ারম্যান বলেন, বিভিন্ন বিষয় নিয়ে টোটোচালকদের জানিয়ে দেওয়া হয়েছে। নম্বর প্লেট প্রদান করা হল। আশা করছি, ময়নাগুড়িদের যানজট সমস্যার সমাধান হবে। যেসব নিয়ম রয়েছে সেগুলি না মানলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। নিজস্ব চিত্র।