চতুর্মুখী লড়াই মাদারিহাট উপ নির্বাচনে মনোনয়ন জমা বিজেপি ও বামপ্রার্থীর
বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, আলিপুরদুয়ার: রাজ্যের ছ’টি বিধানসভার উপ নির্বাচনে বামেদের হাত ছেড়ে কংগ্রেস একলা চলার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসও প্রার্থী দেওয়ায় মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে চতুর্মুখী লড়াই হচ্ছে। আগামী ১৩ নভেম্বর মাদারিহাটের উপ নির্বাচন তাই জমজমাট হতে চলেছে। তবে রাজনৈতিক মহলের মতে, চতুর্মুখী হলেও মূল লড়াই হবে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যেই।
এদিকে, বিজেপি ও তৃণমূল প্রার্থী ইতিমধ্যেই পুরোদস্তুর প্রচারে নামলেও ময়দানে এখনও নামতে দেখা যায়নি কং প্রার্থীকে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর কংগ্রেস প্রার্থী বিকাশ চম্প্রমারী প্রচারে ঝাঁপাবেন বলে দল সূত্রে জানা গিয়েছে। বিজেপি প্রার্থী রাহুল লোহার বুধবার তাঁর মনোনয়নপত্র জমা দেন। এদিনই বামপ্রার্থী পদম ওরাওঁ তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন শহরের বলাই মেমোরিয়াল ক্লাবের মাঠ থেকে বক্সা ফিডার রোড ধরে মিছিল করে জেলাশাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী। প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার মিছিলের ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, দলের দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি এমপি মনোজ টিগ্গা। কিন্তু তারপরেও মিছিলে সেভাবে ভিড় হয়নি। যদিও এমপি মনোজ টিগ্গা বলেন, আমাদের দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে বেশি লোক আনার সিদ্ধান্ত ছিল না। কাজেই ভিড় হয়নি এটা বলা যাবে না।
অন্যদিকে, বামপ্রার্থী পদম ওরাওঁ এদিন আরএসপি’র জেলা পার্টি অফিস থেকে বক্সা ফিডার রোড ধরে মিছিল করে জেলাশাসকের দপ্তরে তাঁর মনোনয়নপত্র জমা দিতে আসেন।
কাল, শুক্রবার উপ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগে আজ, বৃহস্পতিবার মনোনয়ন জমা দেবেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ও কং প্রার্থী বিকাশ চম্প্রমারী। তৃণমূল মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য মহামিছিলের ডাক দিয়েছে বিধানসভা এলাকায়। বীরপাড়ার জুবিলি ক্লাব থেকে বীরপাড়া চৌপথি, দিনবাজার হয়ে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়কে এসে শেষ হবে এই মহামিছিল। মিছিলের পর প্রার্থী জয়প্রকাশ টোপ্পোকে নিয়ে তৃণমূল নেতৃত্ব কয়েকটি গাড়িতে করে সোজা চলে আসবেন আলিপুরদুয়ারে জেলাশাসকের দপ্তরে। ডিএম অফিসে পৌঁছে দলীয় প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন।
তৃণমূলের জেলা সভাপতি রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক বলেন, ভোট তো মাদারিহাটে। তাহলে বিজেপির মতো জেলা শহরে আমরা কেন মনোনয়নের মিছিল করতে যাব। বিধানসভা এলাকায় মিছিলের পরেই আমাদের প্রার্থী জেলাশাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দেবেন। অন্যদিকে, জেলা কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ বলেন, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই আমাদের প্রার্থী প্রচারে নেমে পড়বেন। নিজস্ব চিত্র।