• পুরনো জাতীয় সড়কের কাজে গতি নেই, ধুলোয় অতিষ্ঠ মানুষ
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: দুর্গাপুজো পার হয়ে কালীপুজোর প্রস্তুতি চলছে। তবুও পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়িতে পুরনো জাতীয় সড়কের কাজে গতি না আসার অভিযোগ উঠেছে। ফলে ওই বেহাল রাস্তা দিয়ে ধুলো উড়ছে। ওই ধুলো বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে। এতে পথচারীদের খুব অসুবিধা হচ্ছে। এতে স্থানীয় ব্যবসায়ী এবং শহরের মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ছে। অনেকে বাধ্য হয়ে মুখে রুমাল দিয়ে চলাফেরা করছেন। এনিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। ভুক্তভোগীদের দাবি, মঙ্গলবাড়ির ওই সড়কের সম্প্রসারণ একেবারেই ধীর গতিতে চলছে। পুজোর পর দ্রুত গতিতে কাজ শুরু হওয়ার কথা শুনেছিলাম। সেটা বাস্তবে দেখা যাচ্ছে না। ওই সড়কের ধারেই বসবাস করেন গৃহবধূ তৃপ্তি সাহা। তিনি বলেন, রাস্তার অবস্থা ভালো নেই। ধুলো নিয়ে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। রাস্তা দ্রুত মেরামত করা উচিত। কারণ এই বেহাল রাস্তায় মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে। মঙ্গলবার রাতেও একজন বাইক নিয়ে পড়ে গিয়েছিলেন।  ইংলিশবাজার সহ পুরাতন মালদহের নানা এলাকায় যেতে হলে এই রাস্তার উপর দিয়ে যেতে হয়। মাঝে রাস্তাটি বেহাল ছিল। পূর্তদপ্তরের উদ্যোগে শহরের বুলবুলচণ্ডী মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। নিকাশিনালার কাজও শুরু হয়। কাজের শিলান্যাস করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কাজ ধীর গতিতে চলছে বলে অভিযোগ।  পূর্তদপ্তরের মালদহের দায়িত্বে থাকা এক আধিকারিক বলেন, ইংলিশবাজার সহ পুরাতন মালদহে আমাদের কাজ চলছে। মঙ্গলবাড়িতে সম্পূর্ণ কাজ শেষ হতে আমাদের সময় লাগবে। ধুলো কমাতে রাস্তায় জল দেওয়া হচ্ছে। কিছুদিন পরেই পিচের কাজ শুরু হবে। সমস্যা মিটে যাবে। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, আমরা আগেও ওই দপ্তরকে বলেছি কাজ দ্রুত শেষ করার জন্য। আবার জানাবো।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)