ইটাহারে দমকল কেন্দ্র তৈরির জন্য জমির মাপজোখ শুরু ভূমিদপ্তরের
বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, ইটাহার: পরিদর্শনের ৩ দিনের মধ্যে দমকল কেন্দ্র নির্মাণের জন্য জমি মাপজোখ শুরু করল ইটাহার ব্লক প্রশাসন ও ভূমি সংস্কার দপ্তর। বুধবার ইটাহারের সুলিয়াপাড়ায় ১২ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এলাকায় প্রাথমিক পর্যায়ে সরকারি জমি চিহ্নিত হয়েছে। জেলা ও ব্লক প্রশাসনের নির্দেশে দমকল কেন্দ্র নির্মাণের জন্য দেড় একর জায়গা মাপজোখ করার কাজ চলছে বলে জানান ইটাহারের বিএলআরও স্বরূপ দত্ত।
জানা যায়, গোঠলু হোমগার্ড ট্রেনিং সেন্টার চত্বরে বছর পাঁচেক আগে প্রাক্তন বিধায়কের আমলে দমকল কেন্দ্র নির্মাণের জন্য জমি চিহ্নিত হয়েছিল। মাপজোখ করে জেলা প্রশাসনের কাছে সেই রিপোর্ট দেওয়া হয়েছিল। কিন্তু কোনও এখনও পর্যন্ত সেই স্থানে দমকল কেন্দ্র গড়ে ওঠেনি। এরপর গত ২০ অক্টোবর ইটাহারের বিধায়ক মোশারফ হুসেনকে সঙ্গে নিয়ে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমা শাসক কিংশুক মাইতি, বিডিও সহ প্রশাসনিক কর্তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতির লক্ষ্যে সরকারি জায়গা পরিদর্শন করেন।
সুলিয়াপাড়ায় দমকলের জন্য চিহ্নিত সেই জায়গা পরিদর্শনের পর এদিন মাপজোখ হয়। ছিলেন জয়েন্ট বিডিও দেলোয়ার হুসেন, বিএলআরও, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ রুহিলা খাতুন সহ দমকল বিভাগের আধিকারিকরা। মাপজোখের পর খুঁটি পুঁতে দেওয়া হয় পুলিস প্রশাসনের উপস্থিতিতে। ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার জানান, প্রাথমিক পর্যায়ে দমকল কেন্দ্র নির্মাণের জন্য সরকারি জমি মাপজোখ করল ভূমি সংস্কার দপ্তর। এই রিপোর্ট জেলায় পাঠানো হবে। জেলা থেকে সবুজ সঙ্কেত এলেই পরবর্তী পর্যায়ের প্রক্রিয়া শুরু হবে।