• বালুরঘাটে নতুন ব্যবস্থার কথা জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলার শহরগুলিতে নম্বরবিহীন টোটোর দাপটে জেরবার সাধারণ মানুষ। অন্যান্য জেলাতে সেই পরিস্থিতি অনেকটা একই। সমস্যা সমাধানে এবার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে পরিবহণ দপ্তর। নম্বরবিহীন টোটোর রেজিস্ট্রেশন করানোর পাশাপাশি প্রত্যেকটির জন্য থাকবে কিউআর কোড। সেটি স্ক্যান করলেই দেখা যাবে টোটোর রুট সহ সব তথ্য। সেক্ষেত্রে অন্য রুটে গাড়ি চালালে দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যাবে। বুধবার বালুরঘাটে বিজয়া সম্মিলনি অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। 

    মন্ত্রী বলেন, অনেক জায়গায় ই-রিকশা চলছে। এর জন্য পারমিট নিতে হয় না। ফলে শহরগুলিতে যানজট বাড়ছে। টোটোর সঙ্গে গরিব মানুষের রোজগারের বিষয় জড়িয়ে আছে। সেজন্য কাউকেই বঞ্চিত করব না। টোটোর রেজিস্ট্রেশন করানোর পর কিউআর কোড যুক্ত করে নির্দিষ্ট রুটে চলার ব্যবস্থা করা হবে।

    বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের খাসপুর হাইস্কুলে বিজয়া সম্মিলনি আয়োজন করেছিল বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেস। সেখানেই প্রধান অতিথি হিসেবে এসেছিলেন পরিবহণমন্ত্রী। 

    পুজোর আগে টোটোর দাপটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বালুরঘাটে বাস ধর্মঘটের ডাক দিয়েছিলেন মালিকরা। সাতদিন আন্দোলন চলার পর চাপের মুখে অবৈধ টোটো কারখানাগুলিতে অভিযান চালায় প্রশাসন। বেশকিছু অবৈধ টোটো বাজেয়াপ্ত ও জরিমানা করা হয়েছিল। তবে জেলায় কত টোটো  রয়েছে, সেবিষয়ে সম্পূর্ণ তথ্য নেই জেলা প্রশাসনের কাছে। 

    বালুরঘাট থেকে রাতে কলকাতা ও শিলিগুড়ি পর্যন্ত পর্যাপ্ত সরকারি বাস নেই। এপ্রসঙ্গে মন্ত্রী এদিন বলেন, বেসরকারি বাস রয়েছে। এত সরকারি বাস দেওয়া সম্ভব নয়। এছাড়াও পরিবহণ দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে এদিন তিনি আশ্বাস দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যরা।
  • Link to this news (বর্তমান)