সন্দীপন দত্ত, মালদহ: এই প্রথম থিমের কালীপুজো করতে চলেছে মালদহ জেলার ইংলিশবাজার শহরের দিশারী ক্লাব। শহরের আইটিআই মোড় বিদ্যাসাগর অ্যাভিনিউয়ে অবস্থিত এই ক্লাবের কালীপুজো এবছর ৩৮ তম বর্ষে পদার্পণ করল।
দিশারী ক্লাব ও পুজো কমিটির সম্পাদক জয়দীপ ঘোষ বলেন, আমরা বিগত ৩৭ বছর ধরে কালীপুজো করে আসছি। আমাদের মূলত মন্দিরকেন্দ্রিক পুজো। কিন্তু বাসিন্দাদের দাবিকে মান্যতা দিয়ে আমরা এবছর প্রথম থিমের পুজো করতে চলেছি। ক্লাব সম্পাদক বলেন, থিম হিসেবে ভারতের পুরনো স্থাপত্য ও ভাস্কর্যকে ভাবা হয়েছে। যেখানে একটি পুরনো দিনের মন্দিরের আদলে পুজো প্যান্ডেল তৈরি করা হচ্ছে। মূলত প্লাইউড দিয়ে প্যান্ডেল তৈরি করে, তারওপর রং ও আলো দিয়ে মণ্ডপটি সাজিয়ে তোলা হবে।
অন্যান্য বছরের মতো এবছরও কালীপুজো উপলক্ষ্যে মেলা বসছে এখানে। পুজো উদ্যোক্তারা জানান, পাঁচদিন ধরে এই মেলা চলবে।
এছাড়াও দিশারী ক্লাবের কালীপুজোকে কেন্দ্র করে প্রতি বছরই থাকে পাঁচ হাজার মানুষের নরনারায়ণ সেবা। থাকছে বস্ত্র বিতরণী অনুষ্ঠান। মালদহ জেলার স্থানীয় এবং কলকাতার শিল্পীদের নিয়ে থাকছে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন।