• সাপ নিয়ে এবার স্কুলে প্রচারে নামছে প্রশাসন
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সাপ চেনানোর পাশাপাশি সাপে কাটার চিকিৎসা নিয়ে স্কুলে স্কুলে প্রচার চালাবে প্রশাসন। স্ক্রিনে তুলে ধরা হবে সাপ নিয়ে নানা গুরুত্বপূর্ণ তথ্য। বুধবার স্বাস্থ্যদপ্তরের আধিকারিক ও বিডিওদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। তিনি বলেন, সাপ নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। সাপে কেটেছে মানেই একাধিক জায়গায় বাঁধন দিয়ে তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এতে আক্রান্তর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হয়ে পড়ছে। সাপে কাটলে আদৌও বাঁধন দেওয়ার দরকার আছে কি না, দিলে কোথায়, কীভাবে তা দিয়ে হয়, এসব জানানোর পাশাপাশি কোন সাপ বিষধর, কোনটা নয় সবটাই জানানো হবে ছাত্রছাত্রীদের। 
  • Link to this news (বর্তমান)