• ২০দিনের রাসমেলা করতে চায় পুরসভা, জেলাশাসককে পাঠানো হবে চিঠি
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, দেওয়ানহাট: কোচবিহারের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী রাসমেলা ১৫দিন থেকে বাড়িয়ে ২০ দিন করতে চায় পুরসভা। এজন্য পুরসভার তরফে জেলাশাসকের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠাবে পুরসভা। বুধবার পুরসভায় বোর্ডমিটিং হয়। বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি রাসমেলা ১৫ দিন থেকে বাড়িয়ে ২০দিন করার জন্য জেলাশাসকের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানোর সিধান্ত নেওয়া হয়েছে।

    ১৫ নভেম্বর থেকে রাসমেলা শুরু হবে। এটি উত্তরবঙ্গের অন্যান্য বড় মেলাগুলির মধ্যে অন্যতম। রাজ আমলের এই মেলা এবছর ২১৩ বছরে পড়ল। পুরচেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, রাসমেলা কোচবিহার পুরসভা পরিচালনা করে। মেলা ঠিকমতো গুছিয়ে বসতেই প্রথম ৫-৬ দিন চলে যায়। সেজন্য এই মেলা আমারা ২০দিন করতে চাই। ১৫ দিনের কথা শুনে বড়বড় ব্যবসায়ীরা এখন আর আসতে চান না। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় পুরসভাও। সেজন্য বোর্ডমিটিংয়ে সিধান্ত হয়েছে, এবছর মেলা ৫দিন বাড়িয়ে ২০দিন করার। সেজন্য দুই একদিনের মধ্যেই জেলাশাসকের কাছে চিঠি পাঠানো হবে।
  • Link to this news (বর্তমান)