• চুল্লির চিমনি সারানো হলেও বের হচ্ছে ধোঁয়া
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অবশেষে চাপে পড়ে বুধবার শ্মশানের চুল্লির চিমনি মেরামত করল জলপাইগুড়ি পুরসভা। তবে দীর্ঘক্ষণ কাজের পরও এখনও কিছুটা ধোঁয়া বাইরে আসছে বলে অভিযোগ। পুরসভার সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গিয়েছে, চুল্লির দরজায় যে ভ্যাকুয়াম রয়েছে, তাতে সমস্যা দেখা দিয়েছে। শুক্রবার সেটি সারানোর কথা বলা হয়েছে। 

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, চুল্লির প্যানেলে যে কন্টাক্টরগুলি থাকে সেগুলি খারাপ হয়ে গিয়েছিল। তারই জেরে ধোঁয়ায় ভরে যাচ্ছিল চারদিক। সঙ্গে ছড়িয়ে পড়ছিল দুর্গন্ধ। যার জেরে এলাকার মানুষের নাভিশ্বাস পরিস্থিতি হয়েছিল। মঙ্গলবার এনিয়ে বিক্ষোভ হয়। বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ীরা হুমকি দেন, অবিলম্বে চুল্লির চিমনি না সারানো হলে তাঁরা আন্দোলনে নামবেন। এরপর রাতে চেয়ারপার্সন পাপিয়া পালকে ফোন করে এলাকার মানুষের ক্ষোভের কথা জানান স্থানীয় ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পিঙ্কু বিশ্বাস। তারপরই চেয়ারপার্সন জানান, বুধবারই যাতে চিমনি সারানো যায়, তার ব্যবস্থা করা হচ্ছে। সেইমতো এদিন দুপুরে চিমনি মেরামতির কাজ শুরু হয়। দীর্ঘক্ষণ ধরে তা চলে। কাউন্সিলার বলেন, এদিন চুল্লির চিমনি মেরামতির কাজ হয়েছে। কিছু কাজ বাকি আছে। দেখা যাক এবার কী হয়। প্রসঙ্গত, গত চারমাসে তিন বার চুল্লিটি বিকল হয়েছে। অভিযোগ, জোড়াতাপ্পি দিয়ে মেরামত করায় মাঝেমধ্যেই বিগড়ে যাচ্ছে।  
  • Link to this news (বর্তমান)