• শেষ আন্দোলন! ভেঙেছে অবস্থান মঞ্চ, চেনা ছন্দে বিভিন্ন হাসপাতাল
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একেই কি বলে আন্দোলনের কঙ্কাল? এসএসকেএম হাসপাতালের মেইন ব্লকের পাশে জুনিয়র চিকিত্সকদের অবস্থান মঞ্চে নেই ছাউনি। কয়েকটা বাঁশ এখনও বাঁধা রয়েছে। কিছু বাঁশ জড়ো করে রাখা। বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রতিবাদী পোস্টার উঁকি মারছে। আন্দোলনের পীঠস্থান আর জি করের অবস্থান মঞ্চে বিশ্রাম নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সামনে গাঁদা ফুল সাজিয়ে কেউ লিখেছেন, ‘আপস নয়, সংগ্রাম।’ তিলোত্তমার নানা রকম প্রতিকৃতিতে মালা দেওয়া। সরকারের নমনীয়তায় আন্দোলনকারীরা সকলেই ফিরেছেন নিজ নিজ কাজে। আর হাসপাতাল জুড়ে রোগী ও পরিজনদের থিকথিকে ভিড়। তাঁদেরই একজন ছুড়ে দিলেন ‘আন্দোলনের কঙ্কাল’ প্রশ্ন। 

    আর জি কর, এসএসকেএমের ওপিডিতে এদিন ব্যাপক ভিড় ছিল রোগীদের। এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজিতে ৯ জন ডাক্তার রোগী দেখেছিলেন বলে খবর। এছাড়া অন্যান্য বিভাগেও পর্যাপ্ত ডাক্তার ছিল। আর জি করের ওপিডির গেট এদিন খোলা ছিল। রাস্তায় লেখা স্লোগান বৃষ্টিতে আর লোকের পায়ে প্রায় উঠে গিয়েছে। তবে আর জি কর জুড়ে ব্যাপক পুলিসি নিরাপত্তা এদিনও চোখে পড়ল। এই হাসপাতালের অবস্থান মঞ্চ এখনও অটুট। সাদা বোর্ডে বিচারের অপেক্ষার কাউন্টডাউন চলছে। তবে এসএসকেএমের অবস্থান মঞ্চের কঙ্কালসার চেহারা। ওই অবস্থান মঞ্চের পাশ দিয়ে রোগীরা হেঁটে যাওয়ার সময় কেউ একটু দাঁড়াচ্ছেন। কেউ অন্যজনকে দেখিয়ে দিচ্ছেন, এখানেই ডাক্তারদের অবস্থান চলছিল। মুর্শিদাবাদ থেকে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন মহম্মদ আলম। বলছিলেন, ‘আমরা খবর দেখতাম, এখানে আন্দোলন চলছে। এখন নিজের চোখে দেখছি। আমরা তো সকলেই চেয়েছিলাম, যাতে সবটা মিটে যায়। এখন সরকারের হস্তক্ষেপে সব ঠিক হয়ে গিয়েছে। এটাই ভালো। আমরাও নিশ্চিন্ত।’ 

     হাসপাতালের অবস্থান মঞ্চের মতোই আন্দোলনের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর একই অবস্থা। আর খবর নেই জমায়েতের। আর কেউ জিজ্ঞেসও করছেন না, কোথায় কখন আন্দোলন রয়েছে। এখন শুধু আসন্ন ঘূর্ণিঝড়ের আপডেট আসছে সেখানে। আর ইতিউতি রাজনৈতিক ঝগড়া।

    এসএসকেএম হোক বা আর জি কর কিংবা বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স, সর্বত্র রোগীদের চেনা ভিড় দেখা গেল। সকাল থেকে বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত থিকথিকে ভিড়। হাওড়া ঩থেকে এসএসকেএমে এসেছিলেন শঙ্কর সর্দার। ভাঙা অবস্থান মঞ্চের সামনে দাঁড়িয়ে বাচ্চা মেয়েকে কোলে নিয়ে বলছিলেন, ‘মেয়েটিও বিচার পাক। আর আমরাও পরিষেবা পাই। ওই মেয়েটির খবর শুনে আমাদের সকলের খারাপ লেগেছিল। আবার রোগী ভোগান্তির খবরও মন খারাপ করে দেয়।’  
  • Link to this news (বর্তমান)